।।বার্তা সারাবেলা।।
করোনা ভাইরাসের প্রকোপে প্রাণহানি মেক্সিকোয় এত তীব্র রূপ নিয়েছে যে দেশটির কয়েকটি রাজ্যে ডেথ সার্টিফিকেটের সংকট দেখা দিয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে এপি জানিয়েছে, মেক্সিকোর কয়েকটি রাজ্যে ফেডারেল ফরম শেষ হয়ে যাওয়ায় করোনা ভাইরাসে মৃতদের জন্য ডেথ সার্টিফিকেট ইস্যু করা যাচ্ছেনা। বিশেষতঃ বাহা ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সিটি ও মেক্সিকো স্টেটে ১৫-২০ দিন আগেই ফরম সংকট দেখা দেয়।
উদ্ভূত পরিস্থিতিতে নতুন ১০ লাখ ফরম ছেপে বিভিন্ন রাজ্যের মধ্যে বিতরণ করা হচ্ছে। অতীতে বিভিন্ন সময়ে সার্টিফিকেট জাল করার ঘটনা ঘটায় এবার বিশেষ ধরণের ফরম ছাপা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কোভিড-১৯ অতিমারিতে মৃতের হিসাবে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো।