|| বার্তা সারাবেলা/বিবিসি ||
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জাতীয় জরুরি আদেশ প্রত্যাহার করেছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসি জানায়, বৃহস্পতিবার কংগ্রেসকে দেওয়া এক চিঠিতে বাইডেন লিখেছেন, ওই আদেশ ‘অযৌক্তিক’ এবং দেয়াল নির্মাণে আর কোনও করের অর্থ ব্যয় করা হবে না।
যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশের সীমান্তকে সুরক্ষিত রাখার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ২০১৯ সালে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প।
এ পদক্ষেপ নিয়ে ট্রাম্প কংগ্রেসকে এড়িয়ে দেয়াল নির্মাণে সামরিক তহবিল কাজে লাগাতে পেরেছিলেন। ট্রাম্প হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার আগে দেয়াল নির্মাণ প্রকল্পে প্রায় দুই হাজার পাঁচশ’ কোটি ডলার ব্যয় হয়ে গেছে।
জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের বেশকিছু নীতি বদলে ফেলতে নির্বাহী আদেশ জারি করেছেন।
এরই ধারাবাহিকতায় মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ বাতিল করলেন তিনি। বৃহস্পতিবারের চিঠিতে বাইডেন জানিয়েছেন, দেয়াল নির্মাণের জন্য সব বরাদ্দই পর্যালোচনা করে দেখা হবে।