চীন-পাকিস্তান যৌথ হামলার শঙ্কায় ভারত

চীন-ভারত উত্তেজনার সুযোগ পাকিস্তান নিতে পারে বলে আশঙ্কা করছে ভারত। এরকম কিছু ঘটলে ভারত কঠোর জবাব দেবে বলে জানিয়েছেন দেশটির চীফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। হিন্দুস্তান টাইমস।

।। সারাবেলা ডেস্ক ।।

চীন-ভারত উত্তেজনার সুযোগ পাকিস্তান নিতে পারে বলে আশঙ্কা করছে ভারত। এরকম কিছু ঘটলে ভারত কঠোর জবাব দেবে বলে জানিয়েছেন দেশটির চীফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। হিন্দুস্তান টাইমস।
বিপিন রাওয়াত সম্প্রতি এক সেমিনারে বেইজিং-ইসলামাবাদ যৌথ পদক্ষেপের আশঙ্কা প্রকাশ করেছেন। তেমন কিছু ঘটলে ভারত কঠোর জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ার করেছেন তিনি।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারত-মার্কিন নয়া চ্যালেঞ্জ সম্পর্কিত একটি সেমিনারে বক্তব্য দেন বিপিন রাওয়াত। সে সময় ভারতের বিরুদ্ধে পাকিস্তান ও চীনের ‘সমন্বিত পদক্ষেপের’ আশঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, দুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম ভারতীয় সেনা।

এই সংক্রান্ত রণনীতি কি হবে তাও বলেন জেনারেল রাওয়াত। জানান, প্রাইমারি ও সেকেন্ডারি ফ্রন্ট নির্ধারণ করা হবে। প্রসঙ্গত এদিনই সেনা প্রধান নারাভানে দুই দিনের সফরে লে-তে গিয়েছেন লাদাখ পরিস্থিতির রিভিড করতে।
বিপিন রাওয়াত বলেন, ‘উত্তর সীমান্তে যদি কোনও হুমকি তৈরি হয়, পাকিস্তান তার সুযোগ নিতে পারে এবং আমোদের জন্য সংকট সৃষ্টি করতে পারে। তবে আমরা প্রস্তুত রয়েছি, যেন পাকিস্তান কোনভাবেই এমন অপতৎপরতা না চালাতে পারে তাহলে চরম জবাব দিতে প্রস্তুত ভারত। পাকিস্তান সেই চেষ্টা করলে ইসলামাবাদের কপালে চরম দুর্ভোগ রয়েছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন