মালয়েশিয়ার খ্রিষ্টানরাও ‘আল্লাহ’ বলতে পারবেন

১৩ বছর আগে মালয়েশিয়ার কর্তৃপক্ষ বিমানবন্দর থেকে জিল আয়ারল্যান্ড লরেন্স বিল নামে এক নারীর কাছে থাকা মালয় ভাষার কয়েকটি ধর্মীয় সিডি জব্দ করে; যেগুলোতে ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করা হয়েছিল।

জানালো মালয়েশিয়ার হাই কোর্ট

|| সারাবেলা ডেস্ক/রয়টার্স ||

অন্য ধর্মের বিশেষ করে মালয়েশিয়ার খ্রিস্টানদের ক্ষেত্রে ‘আল্লাহ’ বলার ক্ষেত্রে দেশটিতে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছিলো এতোদিন। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা বাতিল করেছে মালয়েশিয়ার হাই কোর্ট।

বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, ১৩ বছর আগে মালয়েশিয়ার কর্তৃপক্ষ বিমানবন্দর থেকে জিল আয়ারল্যান্ড লরেন্স বিল নামে এক নারীর কাছে থাকা মালয় ভাষার কয়েকটি ধর্মীয় সিডি জব্দ করে; যেগুলোতে ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করা হয়েছিল।

খ্রিস্টান ধর্মাবলম্বী এ নারী পরে ১৯৮৬ সালে খ্রিস্টানদের প্রকাশনায় সৃষ্টিকর্তা বোঝাতে ‘আল্লাহ’ শব্দ ব্যবহারে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন।

তারই ধারাবাহিকতায় বুধবার কুয়ালালামপুর হাই কোর্ট ধর্মীয় বিশ্বাসের কারণে বৈষম্যের শিকার না হওয়ার অধিকার ওই নারীর আছে বলে রায় দেয়।

বিচারক নুর বি একইসঙ্গে খ্রিস্টানদের ‘কাবা’, ‘বায়তুল্লাহ’, ‘সালাত’ শব্দ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাও বাতিল করে দেন।

মালয়েশিয়ার খ্রিস্টানরা বলছেন, তারা শত শত বছর ধরে সৃষ্টিকর্তা বোঝাতে ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করে আসছেন। শব্দটি আরবি থেকে থেকে মালয় ভাষায় এসেছে। শব্দটি ব্যবহারে নিষেধাজ্ঞায় অধিকার ক্ষুণ্ন হয়েছিল বলেও দাবি তাদের।

মালয়েশিয়ার সংবিধানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে সেখানে ধর্মীয় উত্তেজনা বাড়ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশটিতে অমুসলিমদের ‘আল্লাহ’ শব্দ ব্যবহার নিয়ে মসজিদ-গির্জা ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

সংবাদ সারাদিন