|| সাগর চৌধুরী, মধ্যপ্রাচ্য প্রতিনিধি ||
সৌদি আরবে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ২৪শে মে রোববার। ৩০টি রোজা পূর্ণ করে ২৪ ঘন্টা কারফিউর মধ্যে ঘরে বসে ঈদের নামাজ আদায় করতে হবে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আব্দুল লতিফ আস শায়খ সকল মসজিদ এবং ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠান না করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, এই ঈদের জন্য এটা সাময়িক নিষেধাজ্ঞা। এর আগে সৌদি গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ এবং সিনিয়র ইসলামিক স্কলাররা ঘরে ঈদের নামাজ পড়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তারা বলেন, ঘরে ঈদের নামাজ পড়তে বাধা নেই।
এদিকে ঈদের আনন্দ নেই বেশির ভাগ প্রবাসীর মাঝে। কর্মহীন অনেকে অনাহারে অর্ধাহারে দিন পার করছেন। দেশে থাকা তাদের পরিবারে চলছেও অভাব। করোনাদুর্যোগের এই সময়ে তারা চান, দেশে রেখে আসা পরিবারকে সরকার যেন প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করেন।