কলকাতায় পালিত হবে ‘সাইকেল সানডে’

কলকাতা প্রতিনিধিঃ

করোনা মহামারী এবং লকডাউনের পর কলকাতায় কাজের সূত্রে আসা মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা যাতে আরও বেশি করে সাইকেল ব্যবহার করেন, সেই লক্ষ্যে সপ্তাহে একটি রবিবার ‘সাইকেল সানডে’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে হিডকো। বিশেষ দরকার ছাড়া সেদিন সকলের কাছে কেবল সাইকেল ব্যবহারের অনুরোধ করা হবে। পাশাপাশি পাড়ায়-পাড়ায় নিয়মিত প্রচারমূলক কর্মসূচিও চালানো হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। একইসঙ্গে  নাগরিকরা যাতে কিছু ছাড়ে বা ইএমআইয়ে সাইকেল কেনার সুযোগ পান, সেজন্যও বেশকিছু সংস্থার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (এনকেডিএ)।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ শহরের বহু রাস্তায় সাইকেলের ছাড়পত্র দিয়েছে। ফলে পথে সাইকেলের সংখ্যাও বেড়েছে। এই পরিস্থিতিতে নিউ টাউনের বাসিন্দা এবং বাইরে থেকে আসা কতজন সাইকেল ব্যবহার করেন, তা জানতে একটি বেসরকারি সংস্থাকে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। কোন রাস্তায় নাগরিকরা ‘সাইকেল বে’ চান, তা-ও দেখা হবে ওই সমীক্ষায়। যার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

এনকেডিএ-র চেয়ারম্যান দেবাশিস সেন জানান, ‘করোনা থেকে কবে মুক্তি মিলবে, সেটা কেউ স্পষ্ট করে বলতে পারছেন না। এই পরিস্থিতিতে সাইকেল যেমন নিরাপদ তেমনই আগামীদিনে দূষণ ঠেকাতে এই যানের জুড়ি কম। তাই নয়া উপনগরীতে যাতে আরও বেশি করে সাইকেল চলে, সেটা নিশ্চিত করতেই একাধিক পদক্ষেপ করা হচ্ছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন