|| অন্যদেশ ডেস্ক ||
করোনা নির্মূলে ভ্যাকসিন তৈরি হবে সেপ্টেম্বরের আগেই। এমনটাই আশা করছেন বিজ্ঞানিরা। আগামি পনেরো দিনের মধ্যেই তারা এই টিকা মানুষের শরীরে পরীক্ষা করবেন। এই আশার কথা শুনিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারা গিলবার্ট।
ভ্যাকসিনোলজির এই অধ্যাপক বলেন, ‘করোনার টিকা তৈরির লক্ষ্যে তার যে দল কাজ করছেন এই মুহূর্তে তারা ৮০ ভাগ নিশ্চিত যে, শিগগিরই একটা সাফল্য আসবে।’
জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, বিশ্বজুড়ে করোনার টিকা তৈরির লক্ষ্যে যে কাজ হচ্ছে গিলবার্টদের দল তারই একটি অংশ। প্রাণঘাতি এই ভাইরাসে এখন পর্যন্ত এক লাখের বেশী মানুষ মারা গেছে।
অধ্যাপক গিলবার্ট সংবাদমাধ্যমকে বলেন, ‘ এটা কোন উপলব্ধি নয়, প্রতি সপ্তাহেই আমরা নতুন নতুন সম্ভাবনা খুঁজে পাচ্ছি। আমি বলতে পারি, আমরা ৮০ ভাগ এগিয়েছি। আসছে শরতের আগেই হয়তোবা আমরা কিছু একটা দেখাতে পারবো যদি সবকিছু ঠিকঠাক থাকে। তবে এটাও সত্যি যে, কেউনি নিশ্চিত করে বলতে পারবে না যে, এটাই কাজে দেবে।’
যুক্তরাজ্যে লকডাউনের কারণে মানুষের পারস্পরিক যোগাযোগ অনেক কমে যাওয়ায় ভ্যাকসিন পরীক্ষার কাজটি বেশ কঠিন। তাই দ্রুত ফল পেতে হলে গবেষকদেরকে অন্য কোথাও যেতে হবে যেখানে সংক্রমণের হার অনেক বেশী।
এরআগে সাউদ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, এই ভাইরাসটির নিজেকে রক্ষা করবার ক্ষমতা অনেক কম। তাই এর প্রতিষেধক তৈরি করাটা খুব একটা কঠিন কিছু হবে না।
এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনা প্রতিষেধক আবিস্কারে আন্তর্জাতিক যে তহবিল রয়েছে তাতে আর্থিক অংশগ্রহণের দিক থেকে এগিয়ে রয়েছে যুক্তরাজ্য। এই তহবিলে সর্বোচ্চ ২১০ মিলিয়ন পাউন্ড দিয়েছে দেশটি। ভ্যাকসিন পরীক্ষা সফল হলে কয়েক লাখ ডোজ কেনারও আগ্রহ জানিয়েছে যুক্তরাজ্য সরকার।
এদিকে অক্সফোর্ডের এমনতর আশাবাদ সত্বেও অন্য যারা টিকা আবিস্কারে কাজ করছেন, তারা বলছেন, এই টিকা সবার কাছে পৌঁছাতে বছরের বেশী সময় লাগতে পারে।#
![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/08/kabul-airport-attack-270821-01.jpg?fit=300%2C188&ssl=1)