|| বার্তা সারাবেলা/সিএনবিসি ||
কথা ছিল যে সব প্রতিষ্ঠান কর দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে তারাই এই করোনাসময়ে রাষ্ট্রের প্রণোদনাসহায়তা পাওয়ায় অগ্রাধিকার পাবে। কিন্তু সেখানেও নয়ছয় করছেন মার্কিন অধিপতি ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি আরো একটি বেসরকারি বিমান কোম্পানিকে প্রণোদনা সহায়তা তহবিল থেকে দেওয়া হয়েছে বিশ কোটি ডলার।
দেশটির করোনাভাইরাস এইড, রিলিফ এন্ড ইকোনমিক সিকিউরিটি অ্যাক্ট-কেয়ার থেকে যে ৯৬টি বিমান পরিচালনা কোম্পানিকে সহায়তা দেওয়ার কথা, সেগুলোর মধ্যে দুটো কোম্পানি প্রথম সহায়তা পাওয়ার কথা জানিয়েছে। সেই দুটোর একটি হচ্ছে জেট লিনাক্স এভিয়েশন।
![](https://i0.wp.com/www.sangbadsarabela.com/wp-content/uploads/2020/05/Jet-Linx-Aviation.png?w=1200&ssl=1)
২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান দলের ভোটসহায়তা তহবিলে উদারহাতে টাকা দেওয়ার সুনাম রয়েছে ওমাহা, নেব্রেস্কা ভিত্তিক বেসরকারি এই বিমান সংস্থাটির।
শুধু জেট লিনাক্সেই নয়, ক্যালিফোর্নিয়া ভিত্তিক আরেক বিমান সংস্থা ক্লে ল্যাসি নুয়্যাস অ্যাভিয়েশন। ট্রাম্প ও রিপাবলিকান দলের ভোটসহায়তা তহবিলে ৫০ হাজার ডলার দিয়ে এবারে প্রণোদনাসহায়ত পেলো ২৭ কোটি ডলার। থেকে সেই ক্লে ল্যাসিও পেয়েছে প্রায় ৫০ কোটি ডলার। বৃহস্পতিবার এসব খবর দিয়েছে বার্তা সংস্থা সিএনবিসি।
ট্রাম্প ও তার দলকে চাঁদা দেওয়ার ক্ষেত্রে অবশ্য জেট লিনাক্স ক্লে ল্যাসির থেকেও এগিয়ে। ফেডারেল ইলেকশন কমিশন তথ্য বলছে, জেট লিনাক্সের ভাইস চেয়ারম্যান জন ডেনি ক্যারেকার ও তার স্ত্রী কনি দু’জনে ট্রাম্পের নির্বাচনী তহবিল, দ্য রিপাবলিকান ন্যাশনাল কমিটি এবং ট্রাম্প ভিক্টরি কমিটিতে দিয়েছিলেন ৬৮ হাজার একশ’ ডলার। এসব অর্থ তারা দেন অক্টোবর ২০১৫ থেকে ২১০৬ সালের নভেম্বর এই সময়ের মধ্যে। এছাড়া কনি ক্যারেকার আরো এক হাজার ডলার দেন ২০১৮ সালের নভেম্বরে ট্রাম্পের নির্বাচনী তহবিলে।
উল্লেখ্য, কেয়ার এ্যাক্টের আওতায় এয়ারলাইন্স ইন্ড্রাস্ট্রিজের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে তার বেশীর ভাগই দেওয়া হয়েছে বাণিজ্যিক ও আঞ্চলিক ক্যারিয়ারগুলোকে। এদের মধ্যে আমেরিকান, ডেল্টা, ইউনাইটেড ও সাউদওয়েস্ট সম্মিলিতভাবে পেয়েছে সাড়ে উনিশ বিলিয়ন ডলার। যা যাত্রীবাহিী এয়ারলাইন্স ইন্ড্রাস্ট্রিজের জন্য দেওয়া মোট তহবিলের তিনভাগের একভাগেরও বেশী।
![](https://i0.wp.com/www.sangbadsarabela.com/wp-content/uploads/2020/05/Clay-Logo.jpg?resize=234%2C234&ssl=1)
![](https://i0.wp.com/www.sangbadsarabela.com/wp-content/uploads/2020/05/Clay-Logo.jpg?resize=234%2C234&ssl=1)
![](https://i0.wp.com/www.sangbadsarabela.com/wp-content/uploads/2020/05/Clay-Logo.jpg?resize=234%2C234&ssl=1)
চলতি সপ্তাহে প্রথম দফায় যে ৯৬টি বিমান কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে সেগুলোর মধ্যে ৭০টি কোম্পানিই ২৭শে এপ্রিল তাদের বরাদ্দ নিয়ে নিয়েছে। এই পরিমাণ যুক্তরাষ্ট্রজুড়ে পরিচালিত প্রায় ২০০০ বেসরকারি বিমান সংস্থার মধ্যে খুবই কম। বিমান কোম্পানিগুলোর জন্য কেয়ার অ্যাক্টের আওতায় যে ২৩ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে তার মধ্যে উল্লেখিত ৭০টি কোম্পানিই পেয়েছে প্রায় ১৫৭ মিলিয়ন ডলার।
জেট লিনাক্স ও ক্লে ল্যাসি যুক্তরাস্ট্রের বেসরকারি বিমান শিল্পের উল্লেখযোগ্য ২৫টির কোম্পানির মধ্যে বেশ শক্ত অবস্থান ধরে রেখেছে। গত বছরও এই দুটি কোম্পানি যুক্তরাষ্ট্রের র্যাং কিংয়ে যথাক্রমে পঞ্চম ও ১১তম অবস্থানে ছিল।