অনলাইন ডেস্ক
অবশেষে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে নেওয়া হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। এরআগে রোববার করোনা আক্রান্ত বরিস জনসনের জ্বর না কমায় বরং বাড়তে থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার যুক্তরাজ্যের প্রশাসন জানিয়েছিল, রুটিন চেক আপের জন্য দেশের প্রধানমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সোমবার স্পষ্ট হল, চেপ আপ নয়, অসুস্থতার কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রধানমন্ত্রীকে। অবস্থার অবনতি হওয়ায়ে সোমবার তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে। আপাতত তাঁর অনুপস্থিতিতে সরকারের জরুরি সিদ্ধান্ত নেবেন বিদেশ সচিব ডমিনিক রাব। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ”সন্ধ্যার পর থেকে জনসনের শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তাই তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে।”
গেল দশ থেকে বারোদিন ধরেই তার শরীরে করোনার উপসর্গগুলো কমতে না থাকায় বিশেষ করে জ্বরের তীব্রতা কমছিল না। তাই ‘সতর্কতা’ হিসেবেই পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় তাকে। করোনা আক্রান্ত জনসনের ৩২ বছর বয়সী ফিয়াঁসেও ক্যারি সিমন্ডস। তিনি গেল শনিবার জানিয়েছেন, সাতদিন ধরে তিনিও একপ্রকার ‘বিচ্ছিন্ন’ই রয়েছেন। তবে এখন তিনি বেশ ভাল বোধ করছেন এবং সুস্থ হয়ে উঠছেন।’
খবরটি জানবার পরপরই দেশটির বিরোধী লেবার পার্টির নির্বাচিত নেতা কেয়ার স্টারমার বলেছেন, ‘প্রার্থনা করছি প্রধানমন্ত্রী খুব দ্রæতই সুস্থ হয়ে উঠবেন।’
এদিকে যখন কি না দেশটির রানী এলিজাবেথ ব্রিটিশদের প্রতি তার আহ্বানে মনোবল না হারিয়ে এক থাকার কথা বললেন, ঠিক তার ঘন্টাখানেকের মধ্যেই বরিসের হাসপাতালে ভর্তির খবর দেওয়া হলো।
বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানদের একজন বরিস জনসন। তার বয়স এখন ৫৫। গেল ২৭শে মার্চ করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে ডাউনিং স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে ‘বিচ্ছিন্ন’ করে রাখা হয়। গেল শুক্রবার শরীরে প্রচন্ড জ্বর নিয়েও তিনি বলে আসছিলেন, তিনি বাসাতেই থাকবেন।
দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছে ৪ হাজার ৯শ’ ৩৪জন। শুধু ৪ঠা এপ্রিলেই মারা গেছে ৬২১জন। স্থানীয় সময় সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশটিতে ১ লাখ ৯৫ হাজার ৫২৪জনকে পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে ৪৭ হাজার ৮০৬ জনের শরীরের ভাইরাস পাওয়া গেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বরিস জনসন ন্যাশনাল হেলথ সার্ভিস এনএইচএস’র সকল কর্মীকে তাদের নিরন্তর চেষ্টা আর অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ দিয়েছেন। এবং সরকারের নির্দেশনা মেনে চলতে দেশের মানুষের প্রতি আহ্বান রেখেছেন।#
