করোনায় ১৭০ হাজার কোটি টাকার খাদ্য সুরক্ষা প্রকল্প ভারতের

বার্তা সারাবেলা
দেশের গরীব মানুষ যাতে করে করোনা পরিস্থিতি সামাল দিতে পারে সেজন্য তাদের সহায়তায় বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছে ভারত। শ্রমিক এবং দরিদ্র মানুষের জন্য ১ লাখ ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে দেশটির সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ ঘোষণা দেন। এছাড়া চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মীর জন্য ঘোষণা করা হয়েছে ৫০ লাখ টাকার বীমানিরাপত্তা। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য আগামী তিন মাস মাথাপিছু ৫০ লাখ টাকার এই বীমানিরাপত্তা দেয়া হবে।
এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্প।’ করোনার কারণে গোটা ভারত এখন লকডাউনে। বন্ধ উৎপাদন কার্যক্রম। লাটে উঠেছে ব্যবসা। ক্ষতিগ্রস্ত বহু মানুষ। কাজ হারানোর আশঙ্কাও রয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত মানুষই এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানান অর্থমন্ত্রী। খবর হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে লকডাউন ঘোষণার সময়েই করোনার সঙ্গে যুঝতে ১৫ হাজার কোটি টাকা অনুদানেরও ঘোষণা করেন। তখনই আশা করা হচ্ছিল, শুধু চিকিৎসার জন্য আর্থিক মন্দা থেকে দেশকে তুলে আনতে মোটা অঙ্কের আর্থিক সাহায্যে প্রয়োজন।
অর্থমন্ত্রী জানান, একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যার নেতৃত্বে থাকবেন তিনি। খাদ্য বণ্টনের ক্ষেত্রে সমাজে বিশেষভাবে সক্ষম মানুষ, নারী, জেলবন্দিদের অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও জানান, জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী চলতি এপ্রিল থেকে গরিবদের ৫ কেজি গম এবং চাল দেওয়া হবে। পরবর্তী ৩ মাস এক কেজি করে ডাল দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন