|| অনলাইন প্রতিবেদক, কলাকাতা ||
পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে নানা অভিযোগ ও বিতর্কের মধ্যেই রাজ্যের স্বাস্থ্য সচিব বিবেক কুমারকে সরিয়ে দেওয়া হল।
বিবেক কুমারের জায়গায় স্বাস্থ্য দফতরের সচিব হলেন নারায়ণ স্বরূপ নিগম। নবান্ন সূত্রের খবর, এই মর্মে সরকারি নির্দেশিকা জারি হয়েছে। আর বিবেক কুমারকে পরিবেশ দফতরে বদলি করা হয়েছে।
নারায়ণ স্বরূপ নিগম পরিবহণ সচিবের পদে ছিলেন। কিন্তু কেন স্বাস্থ্য সচিব পদে রদবদল করা হল, তা নিয়ে এবার রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নানা জল্পনা। রাজ্য বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হচ্ছে ‘স্বাস্থ্যমন্ত্রী হিসাবে নিজের ব্যর্থতার জন্য মমতা বন্দোপাধ্যায় স্বাস্থ্য সচিবকে সরিয়ে দিলেন। পশ্চিমবঙ্গের মানুষ সবই জানেন এবং বোঝেন। কার নির্দেশে পশ্চিমবঙ্গ সরকার COVID তথ্যের গরমিল করেছে সকলে জানেন।’ তবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
প্রসঙ্গত,চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মীদের তরফে একাধিকবার অভিযোগ করা হয়েছে, উপযুক্ত সুরক্ষা সরঞ্জাম না মেলার পাশাপাশি বেশ কয়েকটি হাসপাতালে একাধিক চিকিত্সক, নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চিকিত্সকদের একাংশের মধ্যে ক্ষোভ জমছিল। পাশাপাশি, কেন্দ্র-রাজ্যের করোনা পরিসংখ্যানের ফারাক নিয়েও শুরু হয়েছে বিতর্কে। এই পরিস্থিতিতে বদলি করা হল বিবেক কুমারকে।
সসা/তৌহিদুর/এসএম/সেখা