|| বার্তা সারাবেলা ||
পাকিস্তানের অন্যতম পুঁজিবাজার করাচি স্টক এক্সচেঞ্জে সশস্ত্র হামলায় নিহত হয়েছেন ৬ জন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। সোমবার সকালে স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরুর পরপরই চালানো এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ডন নিউজ টিভি’র খবরে বলা হয়েছে, সকাল ৯টার কিছুটা সময়ে পরে হামলাকারীরা স্টক এক্সচেঞ্জের মূলভবনের গেইটে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে ভেতরে ঢোকে। এরপরই তারা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।
খবর পেয়ে নিরাপত্তাকর্মীরা চলে আসলে শুরু হয় দু’পক্ষের গোলাগুলি। এতে ৬ জন নিহত হয়।
নিহতদের মধ্যে চারজন হামলাকারী দলের সদস্য বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। অন্য দু’জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থল থেকে আহত ৮-১০ জনকে করাচির রুথফ সিভিল হসপিটালে নেয়া হয়েছে।
করাচী পুলিশ প্রধান গুলাম নবি মেমন বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিশ্ছিদ্র নিরাপত্তা এলাকায় এই হামলার দায় এখনো কেই স্বীকার করেনি। তবে চার হামলাকারী একটি সিলভার রঙের টয়োটা করোলা গাড়ীতে করে আসে বলে জানান মেমন।