এবার হজে যেতে পারছেন না বাংলাদেশিরা

|| সাগর চৌধুরী, সৌদি আরব থেকে ||

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এবারে বিশ্বের অন্য কোন দেশের মানুষ হজে যেতে পারবেন না। এবারে হজ করবার সুযোগ থাকছে শুধুই সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশী নাগরিকরা। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। তবে বাংলাদেশের যে সব নাগরিক ইতোমধ্যে হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন তারা আগামী বছর অগ্রাধিকারভিত্তিতে হজে যেতে পারবেন বলে জানিয়েছেন হজ্ব এ্যাসোসিয়েশন অব বাংলাদশে হাব।

এদিকে সোমবার রাতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের ১৮০টিরও বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও প্রায় পাঁচ লাখ। করোনাভাইরাসের ভ্যাকসিন না থাকায় শঙ্কা কমছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যেকোনও ধরনের ভিড়ের কারণে এ ভাইরাস ছড়াতে পারে, এজন্য জন দূরত্ব বজায় রাখা জরুরি।

বিজ্ঞপ্তিতে এও জানানো হয়, সকল মুসলমানের নিরাপদে হজ ও ওমরাহ পালন নিশ্চিত করাকে গুরুত্ব দেয় সৌদি আরব। ওমরাহ ও হজপালনকারীদের নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ওমরাহ পালন স্থগিত করা হয়েছে পবিত্র স্থান ও হজযাত্রীদের সুরক্ষার জন্য। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ বছর হজ অনুষ্ঠিত হবে খুবই সীমিত সংখ্যক হাজি নিয়ে।

বিভিন্ন দেশের নাগরিক যারা সৌদি আরবে আছেন তারা হজে অংশ নিতে পারবেন। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন স্বাস্থ্যবিধি অনুসরণ করে হজ আয়োজন করা সম্ভব হয়। ইসলামে মানুষের জীবন রক্ষার কথা বলা হয়েছে, সেই শিক্ষা থেকেই এ সিদ্ধান্ত। সৌদি সরকার দুটি পবিত্র মসজিদের সংরক্ষণকারী, একই সঙ্গে মিলিয়ন হজ ও ওমরাহ পালনকারীদের সেবা দেয়। যারা হজে অংশ নেবেন তাদের সুরক্ষায় সৌদি সরকার সর্বাধিক গুরুত্ব দেয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিটিতে।

অংশ নিতে পারছেন না ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি

বাংলাদেশ থেকে এ বছর হজে মোট ১ লাখ ৩৭৬ হাজার ১৯৮ জন বাংলাদেশির হজে যাওয়ার নিশ্চয়তা দিয়ে গত ২৪শে ফেব্রুয়ারি হজ প্যাকেজ ঘোষণা করেছিলেন মন্ত্রিপরিষদ সচিব। সৌদি সরকারের সবশেষ এই সিদ্ধান্তে তা আর হচ্ছে না। হজে যেতে পারছেন না বাংলাদেশের কোন নাগরিক। শুধু তাই নয়, বিশ্বের অন্য কোন দেশের মানুষও যেতে পারছেনা হজে।

সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর (হজ) মো. মাকসুদুর রহমান জানিয়েছেন, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাসতে অফিসিয়ালি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ফলে বাংলাদেশ থেকে কেউ আর হজে যেতে পারছেন না। শুধু বাংলাদেশ নয়, সৌদি আরবের বাইরে থেকে কেউ এসে হজে অংশ নিতে পারবেন না।

গত বছর ২ দশমিক পাঁচ মিলিয়ন মুসলমান হজে অংশ নিয়েছিলেন। তবে এবার সৌদি আরবের এ সিদ্ধান্তের কারণে বিভিন্ন দেশ থেকে হজে অংশ নেওয়ার ‍ সুযোগ আর থাকছে না।

নিবন্ধিত হজ যাত্রীদের বিষয়ে যা বললো হাব

সৌদি সরকারের সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে নিবন্ধিতদের কেউ এবার হজে যেতে পারছেন না জানিয়ে হজ্ব এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব নেতারা বলেছেন, নিবন্ধিতরা এবারে যেতে না পারলেও আগামী বছর অর্থাৎ ২০২১ সালে তারা অগ্রাধিকার পাবেন।

হাব সভাপতি এম শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশে যেসব হজ যাত্রীরা ২০২০ সালে নিবন্ধন করেছেন, তারা এ বছর হজে যেতে পারবেন না। তবে ২০২১ সালে তারা সকলেই অগ্রাধিকার প্রেক্ষিতে যেতে পারবেন। তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে এবারের হজ অনুষ্ঠান নিয়ে ছিলো অনিশ্চয়তা। অবশেষে সিদ্ধান্ত জানালো সৌদি সরকার। ধারাবাহিকতা রক্ষার স্বার্থে সীমিত পরিসরে হজ হলেও, বাইরের দেশ থেকে কেউ এতে অংশ নিতে পারবেন না। শুধু সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিক এবারের হজে অংশ নেবেন।

সম্প্রতি মক্কার প্রায় ১৫শ’ মসজিদে সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে জামাতে নামাজ আদায় শুরু হলেও, সর্বসাধারণের জন্য এখনো খুলে দেয়া হয়নি মসজিদুল হারাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন