ইরান ইউরেনিয়াম মজুদ বাড়িয়েছে ১০ গুণ , দাবি জাতিসঙ্ঘের

ইরানের পুরনো একটি পারমাণবিক কেন্দ্র পরিদর্শন শেষে জাতিসংঘ দাবি করেছে ইরান ইউরেনিয়ামের ১০ গুণ মজুদ বাড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) দাবী অনুযায়ী ইরানের মজুদ করা ইউরেনিয়ামের সংখ্যা ২,১০৫ কেজি।

।। সারাবেলা ডেস্ক ।।

ইরানের পুরনো একটি পারমাণবিক কেন্দ্র পরিদর্শন শেষে জাতিসংঘ দাবি করেছে ইরান ইউরেনিয়ামের ১০ গুণ মজুদ বাড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) দাবী অনুযায়ী ইরানের মজুদ করা ইউরেনিয়ামের সংখ্যা ২,১০৫ কেজি। যা পরমাণু সমঝোতায় বর্ণিত পরিমাণের ১০ গুণ। ২০১৫ সালে বিশ্বের ছয় পরাশক্তির সঙ্গে পরমাণু চুক্তি অনুযায়ী এই মজুত তিনশ কেজির নিচে থাকার কথা।
গত কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর ইরান তাদের পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দেয় জাতিসংঘের পরমাণু নজরদারি বিষয়ক সংস্থা দ্য ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি-আইএইএ-কে। অভিযোগ ছিল ইরান আইএইএ’কে না জানিয়ে তার দুটি স্থাপনায় পরমাণু তৎপরতা চালিয়ে যাচ্ছে। পরে তেহরানের পক্ষ থেকে তাদেরকে ওই দুই পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দেওয়া হয়। জাতিসংঘের ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সির (আইএইএ) সর্বশেষ প্রতিবেদনে ইরানের দু’টি পরমাণু স্থাপনায় এই সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকার দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভিয়েনায় আইএইএ’র সদর দপ্তরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে একটি স্থাপনা পরিদর্শন করেছেন সংস্থার পরিদর্শকরা। অন্যটি চলতি মাসেই পরিদর্শন করা হবে বলে তেহরানের সঙ্গে কথা হয়েছে।
গত সপ্তাহে তেহরান সফরে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান সালেহির সঙ্গে আইএইএ’র প্রধান রাফায়েল গ্রসির বৈঠক হয়। সে সময় ইরান স্বেচ্ছায় তাদের দু’টি পরমাণু স্থাপনা আইএইএ’র পরিদর্শকদের জন্য উন্মুক্ত করে দিতে সম্মত হয়। গ্রোসির সঙ্গে ইরান যে যৌথ বিবৃতি প্রকাশ করে তা আইএইএ’র গতকালের প্রতিবদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনো ৪.৫ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে যাচ্ছে; যদিও পরমাণু সমঝোতায় দেশটি সর্বোচ্চ ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই সঙ্গে প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরানের বর্তমান ইউরেনিয়ামের মজুদ সমঝোতায় বর্ণিত পরিমাণের ১০ গুণ।
পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং এতে দেওয়া নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে ইউরোপের ব্যর্থতার জের ধরে গত বছর ইরান ধাপে ধাপে এই সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি হ্রাস করে এবং এক পর্যায়ে তেহরান ঘোষণা দেয় যে, সব প্রতিশ্রুতি আপাতত স্থগিত রাখতে বাধ্য হচ্ছে ইরান।
এদিকে, আইএইএ’র সাম্প্রতিক প্রতিবেদনে ইরানের সঙ্গে ওই সংস্থার গঠনমূলক সহযোগিতার আভাস পাওয়া গেছে বলে মন্তব্য করেছে তেহরান। আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি শুক্রবার রাতে ভিয়েনা সফরে এমন মন্তব্য করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গারিবাবাদি বলেন, গত তিন মাসে ইরানের সঙ্গে আইএইএ’র সহযোগিতার যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এতে ইরানের পক্ষ থেকে সংস্থাটিকে সহযোগিতা করার যে কথা বলা হয়েছে তা আইএইএ’র সকল সদস্য দেশ ও নির্বাহী পরিষদ স্বাগত জানাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন