|| সাগর চৌধুরী, মধ্যপ্রাচ্য প্রতিনিধি ||
স্বাস্থ্যবিধি মেনে রোববার সকাল ১১ টা থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। সেই সাথে খুলে দেওয়া হয়েছে স্হল ও সমুদ্র পথ। ২রা জানুয়ারী শনিবার মধ্যরাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এরআগে ইংল্যান্ডসহ ইউরোপ আমেরিকা এবং আফ্রিকা অঞ্চলে করোনাভাইরাসের নতুন ধরণ (স্ট্রেইন) সনাক্ত হওয়ার পর দুই বারে দুই সপ্তাহ ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছিল দেশটি। আকাশ পথ ছাড়াও স্থল ও সমুদ্র পথে চলাচলেও নিষেধাজ্ঞা জারী ছিল।
তবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার মাধ্যমে সৌদিতে প্রবেশের বিষয়ে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসাবে ইংল্যান্ড, ও দক্ষিণ আফ্রিকাসহ যেসকল দেশে করোনাভাইরাসের নতুন ধরন (বি ১,১,৭) সনাক্ত হয়েছে, সে-সকল দেশ থেকে আগমনের পূর্বে ভিনদেশী যাত্রীদের নিজ বাসস্থানে ১৪ দিনের কোয়ারান্টাইনে থেকে পিসিআর টেস্টের মাধ্যমে করোনামুক্ত নিশ্চিত হয়েই আসতে হবে। সৌদি নাগরিক যাদের দেশটিতে প্রবেশের অনুমতি রয়েছে তারা এবং মানবিক সহায়তা দানে নিয়োজিত ও জরুরি কাজে ঐ সকল দেশ থেকে সৌদিতে আগতদের ৪৮ ঘন্টা পর পিসিআর টেস্ট দিতে হবে। এর আগে ঐ সকল দেশ ছাড়া অন্য আরেকটি দেশে ১৪ দিন কোয়ারান্টাইনে থেক ১৩ দিন শেষে পিসিআর টেস্টের মাধ্যমে প্রমাণিত হতে হবে করোনামুক্ত। অন্যান্য ক্ষেত্রে সৌদি প্রবেশে ৭ দিন হোম কোয়ারান্টাইনে থেকে ৬ দিনের মাথায় পিসিআর টেস্ট দিয়ে নিশ্চিত হবে করোনামুক্ত।
তাছাড়া যেসকল দেশে করোনাভাইরাসের নতুন ধরন সনাক্ত হয়নি সেসকল দেশ থেকে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে বর্তমানে অনুসরণ করা পদ্ধতিগুলো প্রয়োগ করা হবে। তাদেরও বাধ্যতামূলক ভাবে ৭ দিনের হোম কোয়ারান্টাইনে থাকার নিশ্চয়তা দিতে হবে কিছু বিশেষ ক্ষেত্রে কমপক্ষে ৩ দিন কোয়ারান্টাইন করতে হবে। এবং আসার আগে পিসিআর টেস্টে করোনা নেগেটিভ হতে হবে।