|| অন্যদেশ ডেস্ক ||
করোনা সামাল দিতে এবার অভিভাসন কর্মসূচি বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভিভাসন সাময়িক বন্ধ রাখতে তিনি শিগগিরই নির্বাহি আদেশে সই করবেন।
করোনাকে ‘অদৃশ্য শত্রুর আক্রমণ’ জানিয়ে ট্রাম্প তাঁর টুইট বার্তায় বলেন, মার্কিনীদের কাজের সুযোগ ঠিক রাখতেই তাঁকে এটি করতে হচ্ছে। তবে এনিয়ে তা কীভাবে সে নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রভাব কী হবে এবং তিনি আদৌ এটি কার্যকর করতে পারবেন কিনা সেটা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। সমালোচকরা অবশ্য বলছেন, অভিবাসীবাসন বিরুদ্ধ নীতি বাস্তবায়নে করোনাকে ব্যবহার করছেন ট্রাম্প।

গেল সোমবার ট্রাম্প যখন তার এই সিদ্ধান্ত জানান, তখন হোয়াইট হাউসও বলছে, মহামারির ভয়াবহতা আর নেই। লকডাউন তুলে নেওয়া যেতে পারে। অনেক প্রদেশেই করোনা ঠেকাতে মানুষের চলাচল বন্ধ রাখায় অর্থনীতি অচল হয়ে পড়েছে।
ট্রাম্পের এই সিদ্ধান্তের শিকার হবেন সেটা এখনো পরিস্কার নয়। হোয়াইট হাউসও এ নিয়ে কোন অবস্থান জানায়নি। এরআগে গেল মাসেই করোনা মহামারির যুক্তি দেখিয়ে দেশটিতে অভিভাসনসহ প্রায সবধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে। কানাডা ও মেক্সিকো সরেকারের সঙ্গে সমঝোতাও করা হয়েছে যাতে করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত এই দুই দেশের নাগরিকরা যৌক্তিক দরকার ছাড়া যুক্তরাষ্ট্রে আসতে না পারে। অস্থায়ী কাজের ভিসা, শিক্ষার্থি ও ব্যবসায়ীদের ভিসা বাদে চীন ও ইউরোপীয় দেশগুলোর ক্ষেত্রে ভ্রমণ ভিসা প্রায় বন্ধই রয়েছে।
এদিকে এমন এক সময়ে ট্রাম্প এমন একটি সিদ্ধান্ত নিচ্ছেন, যখন কিনা দেশটিতে সাত লাখ ৮৭ হাজার মানুষ করোনা আক্রান্ত। মৃতের সংখ্যা ৪২ হাজারের ওপরে। এছাড়া গেল চার সপ্তাহে দেশটিতে দুই কোটি মানুষ বেকার হয়ে পড়েছে। বেকারভাতার দাবিতে রাস্তায় নামছেন যারা।