নাইজেরিয়ায় স্কুলে ডাকাতদের হামলার পর নিখোঁজ চারশ’ শিক্ষার্থী

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যের একটি মাধ্যমিক স্কুলে সশস্ত্র ডাকাতদের হামলার পর থেকে স্কুলটির চারশ' শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবার রাতে ওই বোর্ডিং স্কুলে হামলা চালায় ডাকাতরা।

|| বার্তা সারাবেলা/রয়টার্স ||

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যের একটি মাধ্যমিক স্কুলে সশস্ত্র ডাকাতদের হামলার পর থেকে স্কুলটির চারশ’ শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবার রাতে ওই বোর্ডিং স্কুলে হামলা চালায় ডাকাতরা। হামলার পর থেকে স্কুলটির কয়েকশত শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় দুই ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

পুলিশের মুখপাত্র গামবো ইসাহ এক বিবৃতিতে জানিয়েছেন, রাত প্রায় ৯টা ৪০ মিনিটের দিকে কানকারা জেলার সরকারি মাধ্যমিক বিজ্ঞান স্কুলে বন্দুকধারীরা হামলা চালানোর পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পাল্টা গুলি চালায়, এতে কিছু শিক্ষার্থী সুরক্ষার জন্য দৌঁড়ে পালানোর সুযোগ পেয়েছে।

পুলিশ জানিয়েছে, কতোজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বা অপহৃত হয়েছেন তা নির্ধারণ করতে ও তাদের খুঁজে বের করতে তারা সেনাবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে কাজ করছেন।

ডাকাত দলের সঙ্গে গোলাগুলির সময় একজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

একজন শিক্ষার্থীর অভিভাবক ও স্কুলটির একজন শিক্ষক রয়টার্সকে জানিয়েছেন, শনিবার শিক্ষার্থীদের মরিয়া অভিভাবকরা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্কুলটির ৮০০ শিক্ষার্থীর মধ্যে প্রায় অর্ধেকের খোঁজে হাজির হওয়ার পর বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির বাড়ি কাটসিনা রাজ্যে। এই রাজ্যটি সহিংস ডাকাত কবলিত যারা মুক্তিপণের জন্য নিয়মিতভাবে স্থানীয়দের ওপর হামলা চালায় ও অপহরণ করে। এছাড়া নাইজেরিয়ার ‍উত্তরপূর্বাঞ্চলে জঙ্গি হামলা একটি নিয়মিত ঘটনা।

গত মাসে উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে জঙ্গিরা একটি কৃষি খামারে হামলা চালিয়ে কয়েকশ’ কৃষককে হত্যা করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন