মধ্যপ্রাচ্য প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কুয়েতে ঘরের বাইরে মুখে মাস্ক না পরলে জেল ও জরিমানার বিধান করেছে দেশটির সরকার। কেউ যদি নিয়ম অমান্য করে ঘরের বাইরে মুখে মাস্ক ব্যবহার না করে এবং জনসমাগমস্থলে মাস্ক ব্যাতীত ঘুরাঘুরি করে তাহলে তার সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অথবা সর্বোচ্চ ৫,০০০ কুয়েতি দিনার জরিমানা হতে পারে।
কুয়েতে বসবাসরত সকলকে সরকারের এই আইন – কানুন মেনে চলে করোনাভাইরাস প্রতিরোধে সরকারকে সহযোগিতা করার জন্য আহবান জানানো হয়েছে।
সসা/সাচৌ/নাআ/সেখা