কলকাতা প্রতিনিধি :
কলকাতায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। এ মাসের শুরুতে জ্বরে আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সমস্ত উপসর্গ দেখে করোনা পরীক্ষা করানো হলে বৃহস্পতিবার সকালেই তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। শুক্রবার শ্বাসকষ্ট বাড়ায় তাঁকে চিকিত্সকদের পরামর্শে ভেন্টিলেশনে রাখা হয়। পরে রবিবার দিনের আলো ফোটার আগেই চলে যান পৃথিবী ছেড়ে।এদিকে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পরেই হরি বাসুদেবানের সল্টলেকের বাড়ির আশপাশ এলাকা সিল করে দেয় বিধাননগর থানার পুলিশ। ইতিহাসবিদের পরিবারের পাঁচ সদস্যকে হোম-কোয়ারানটিনে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে তিনি আধুনিক ইতিহাস পড়ানো ছাড়াও কেন্দ্রীয় সংস্থা কলকাতার মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের অধিকর্তা পদেও নিয়েজিত ছিলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ইতিহাসবিদের বেশ কয়েকটি বইও রয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব হিস্টোরিক্যাল রিসার্চ-এর প্রাক্তন সদস্য এই ইতিহাসবিদের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষকমহলে।
সসা/তৌহিদুর রহমান/নাআ/সেখা