বিনামূল্যের টেলিমেডিসিন সেবা সাড়া'র ফেসবুক লাইভ অনুষ্ঠিত

মোঃ আরমান হোসেন দীপ্ত: সম্প্রতি বিনামূল্যের টেলিমেডিসিন স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠান সাড়া’র ফেসবুক লাইভ অনুষ্ঠিত হয়েছে। ‘দেশে বিদেশের করোনা বাস্তবতা ও টেলিমেডিসিনের প্রয়োজনীয়তা’ শীর্ষক লাইভ অনু্ষ্ঠানটি সাড়ার অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে প্রচারিত হয়।

দেড় ঘন্টাব্যাপী লাইভে দেশে এবং বিদেশে অবস্থানরত চিকিৎসকগণ এই সময়ে দেশ ও বিদেশের করোনাকালীন পরিস্থিতি, চিকিৎসা ব্যবস্থা এবং সুযোগ সুবিধা ও প্রতিকূলতার কথা তুলে ধরেন।

লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত ছিলেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব শেফিল্ড-এর মেডিসিন বিভাগের , সিনিয়র রিসার্চ এসোসিয়েট ডাঃ খোন্দকার মেহেদী আকরাম, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা: নাহিদ ফাতেমা, উইল কর্ণেল মেডিকেল ইউনিভার্সিটির ক্লিনিক্যাল মেডিসিন ও কার্ডিওভাস্কুলার ডিজিসেস বিভাগের সহকারী অধ্যাপক ডা: সিরাজুম মুনিরা লোপা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিনিক্স ওয়েলনেস সেন্টার বাংলাদেশের চিকিৎসক ও কাউন্সিলর ডাঃ অধ্যাপক সানজিদা শাহরিয়া।  

টেলিমেডিসিন সার্ভিস সাড়া’র প্রতিষ্ঠাতা, অংকুর ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠাতা সভাপতি ও ইন্টেল কর্পোরেশনের প্রিন্সিপ্যাল ইঞ্জিনিয়ার ড. শায়েস্তাগীর চৌধুরী লাইভ অনুষ্ঠানটিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

লাইভে ডাঃ খোন্দকার মেহেদী আকরাম করোনার ভ্যাক্সিন সংক্রান্ত বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। করোনার বিরুদ্ধে সাধারণ মানুষের কি কি প্রতিরোধ নেয়া উচিত তা তুলে ধরার পাশাপাশি আগামী শীতে করোনার তীব্রতা আরও বাড়তে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন। এছাড়া শুধুমাত্র ফোনকলের মাধ্যমে টেলিমেডিসিন সেবা নয়, প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরো সহজভাবে সফটওয়্যার তৈরী করে গ্রাম পর্যায়ের মানুষের ব্যবহার উপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহবান জানান তিনি।  

ডাঃ সিরাজুম মুনিরা যুক্তরাষ্ট্রে করোনাকালে ডাক্তার হিসেবে তার অভিজ্ঞতা ও তিনি কিভাবে করোনাক্রান্ত রোগীদের পাশে দাড়িয়েছেন সে বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়া কোভিড -১৯ এর সময়ে পরিবার থেকে আলাদা থেকে মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন। টেলিমেডিসিন সেবা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, এর আগেও টেলিমেডিসিন সেবা চালু থাকলেও করোনাকালীন সময়ে সাধারণ মানু্ষেরা টেলিমেডিসিন সেবা বুঝতে শিখেছে এবং সহজে গ্রহণ করতে পারছে।

ডাঃ নাহিদ ফাতেমা সাড়া’র উদ্যোগ সম্পর্কে বলেন ‘শুধুমাত্র দেশের ডাক্তার নয়, বিদেশী বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে সাড়া সেবা দিয়ে যাচ্ছে। বয়ষ্ক রোগি, যাদের চলাফেরা করা খুবই কষ্টকর তাদের জন্য “সাড়া” টেলিমেডিসিন আশীর্বাদস্বরুপ।

অনুষ্ঠানের সঞ্চালক চিকিৎসক ও কাউন্সিলর ডাঃ অধ্যাপক সানজিদা শাহরিয়া বলেন, সাড়ার মাধ্যমে শুধুমাত্র বিনামূল্যে স্বাস্থসেবা নিশ্চিত হচ্ছে তা নয়, অংকুর ইন্টারন্যাশনালের অর্থায়নে চিকিৎসকের স্বেচ্ছাসেবী সংগঠন “প্লাটফর্ম” থেকে সাড়ায় টেলিমেডিসিন সেবাদাতা ডাক্তারগণদের কর্মসংস্থানেও ব্যবস্থা করেছে সাড়া। টেলিমেডিসিন সেবার পাশাপাশি ডাক্তারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সাড়া। সাড়ার সেবা পৌছে গিয়েছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে। ছিটমহল হাতিয়া, দহগ্রাম অবধি সাড়া টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছে। এই বিশ্বায়নের সময়ে শুধুমাত্র সাড়ার মাধ্যমেই সুদূর নিউইয়র্ক থেকে স্বাস্থ্যসেবা পৌছে যাচ্ছে প্রত্যন্ত ভুরুংগামারীতে। এরকম মেলবন্ধনের সম্পূর্ণ কৃতিত্ব সাড়ার প্রাপ্য।

অনুষ্ঠানে করোনায় শহীদ চিকিৎসকদের রুহের আত্মার মাগফিরাত কামনা এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

ড. শায়েস্তাগীর চৌধুরী সাড়ার এ প্রচেষ্ঠাকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি আরও বেশি বেশি মানুষকে টেলিমেডিসিন সেবার আওতায় আনার কথা জানান।

উল্লেখ্য. গত ২৬ শে জুলাই সকাল ৮ টা থেকে সাড়ার কার্যক্রম শুরু হলেও ১ মাস হতে না হতেই ইতোমধ্যে দেশের নানান প্রান্তের মানুষ সাড়ার সেবা পাচ্ছেন তা তুলে ধরেন। দেশে-বিদেশে যে কোনো স্থান থেকে ‘সাড়া’-এর হটলাইন নাম্বার ০৯৬১২৩০০৯০০-এ ফোন করে ২৪ ঘন্টাই বিনামূল্যে পাওয়া যাচ্ছে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা।

সংবাদ সারাবেলা/সেখা/নাআ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন