প্রতিদিন কতো কান্ডই না ঘটে বিশ্বজুড়ে। তাই বলে ছাগলকে বিয়ে! হ্যাঁ, এমনই কান্ড ঘটিয়েছেন ব্রাজিলের এক বৃদ্ধ। অ্যাপারেসিডো কাস্টালডো নামের ৭৪ বছর বয়সী এক বৃদ্ধ নিজের ঘরের পোষ্য ছাগলটিকেই বিয়ের কনে হিসেবে বেছে নেন।
কারমেলিতা নামের তার পোষ্য এ ছাগলটিকে ব্রাজিলের জুনদিয়া শহরে ঘটা করে বিয়ের বাদ্য বাজিয়ে ঘরে তোলেন অ্যাপারেসিডো। তিনি দীর্ঘদিন ধরে সাধের এ ছাগলটির সঙ্গে এক ঘরে থাকছেন। তিনি জানান, মানুষের চেয়ে ছাগল ঢের ভালো। একে তো কথা বলতে পারবে না, তার ওপর সকাল বিকাল টাকা চাই, টাকা চাই করারও বালাই নেই।
আট সন্তানের জনক এ ব্যক্তি জীবনে চার চারটি বিয়ে করেছেন। আর বউ, বাচ্চাকাচ্চার জ্বালাতনে ত্যক্ত-বিরক্ত হয়েই হয়তো তার এমন সিদ্ধান্ত। প্রতিবেশীরা জোরগলায় অ্যাপারেসিডেকে বিয়ে করতে নিষেধ করলেও তিনি ছাগলের সঙ্গে বিয়েকে অযৌক্তিক মনে করেন না। জুনদাইয়ের ডেভিলস চার্চের প্রধান ধর্মযাজকের উপস্থিতিতে বড়সড় পার্টি আর বাদ্য বাজিয়েই বিয়ে করেন তিনি। আর এ বিয়েতে প্রিয় কারমেলিতার জন্য বিয়ের পোশাকও তৈরি করেন ফেলেছেন বৃদ্ধ।
সূত্র : ইন্টারনেট
সংবাদ সারাবেলা/নাআ/সেখা