॥ সারাবেলা প্রতিনিধি, বরিশাল ॥
বরিশালের উজিরপুরে সৌদি আরবের উন্নত জাতের খেজুর চাষে সফলতা পেয়েছেন বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামের মকবুল হাওলাদারের পুত্র মামুন হাওলাদার (৪০)। দীর্ঘ সময় আরব প্রবাসের পর দেশে ফিরে ৫ বছর কঠোর পরিশ্রমে এই সফলতার মুখ দেখেছেন তিনি। প্রবাস জীবনে সৌদির সু-স্বাদু খেজুরের প্রতি ভালো লাগা থেকেই দেশের মাটিতে এমন জাতের খেজুর চাষের স্বপ্ন দেখেছেন মামুন।
১৮ বছরের সৌদি প্রবাস জীবনে বিভিন্ন ভাবে খেজুরের চারা (ট্যাম) যত্ন সহকারে বাংলাদেশে পাঠিয়ে চাষাবাদের চেষ্টা করেছিলেন। তবে তাতে সফলতা না মেলায় ২০১৫ সালে দেশে ফিরেছেন নিজেই স্বপ্ন পূরনে। বর্তমানে তার খেজুর বাগানে বেশ কয়েকটি গাছে ফলন হয়েছে। যা হুবহু সৌদির খেজুরের মত ও সৌদি খেজুরের মতই সু-স্বাদু।
মামুন জানান, দেশে ফিরে নিজ বাড়ির আঙ্গিনায় খেজুর চারা রোপন করে নানাভাবে যত্ন করে একটি খেজুরের বাগান করেন। ৫ বছরে ওই বাগানে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় করে নানা প্রচেষ্টা করেন তিনি। প্রায় ছয় মাস আগে খেজুরের ফলন আসে তারা বাগানের গাছে। বর্তমানে বেশ বড় আকারে খেজুর রয়েছে তার বাগানের বেশ কয়েকটি গাছে। যা খাওয়ার উপযোগী হয়েছে।
- দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন
- নিজ ছাত্রকে বলাৎকারের পর গলা টিপে খুন করলো মাদ্রাসার ‘বড় হুজুর’
- মৃত্যুদিনে জাতীয় কবি নজরুলকে স্মরণ করলেন দেশের মানুষ
- ইভ্যালিতে যমুনা গ্রুপের বিনিয়োগসিদ্ধান্ত নিরীক্ষার পর
- কাবুলে আইএসের বোমায় নিহতের সংখ্যা এ পর্যন্ত ৯০ জন
তিনি আরও জানান, সৌদি আরবে চাকুরি করা অবস্থায় দেশের মাটিতে খেজুর ফলনের স্বপ্ন দেখেছেন। নানা প্রতিকুলতার মধ্যে অবশেষে তিনি সফল হয়েছেন। দক্ষিনাঞ্চলে সৌদি আরবের খেজুর চাষাবাদে তিনিই সফল ব্যক্তি। তার বাগানে বর্তমানে ২’শত টি খেজুর গাছ রয়েছে। ওই গাছের সাথে আরও নতুন করে ৭০টি চারা (ট্যাম্প) জন্ম নিয়েছে। গত কিছুদিন আগে তার খেজুর বাগান থেকে ৪০টির মত চারা গাছ বিক্রি হয়েছে। তার বাগানে বেশ কয়েকটি গাছে খাওয়ার উপযোগী খেজুর ফলন হয়েছে যার বর্তমান বাজারে বিক্রয়মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
মামুন বলেন, তার মত করে মানুষ সৌদির খেজুর চাষাবাদে আগ্রহী হলে দেশের মাটিতেই সৌদি আরবের সু-স্বাদু খেজুর উৎপাদন করা সম্ভব। তার বাগানের উৎপাদিত খেজুর চারা যে কেউ ক্রয় করতে চাইলে তিনি দেশে খেজুর চাষে ব্যাপক বিস্তারের স্বার্থে চারা বিক্রি করতে আগ্রহী রয়েছেন বলে জানিয়েছেন। তার বাগানে একসাথে খেজুর উৎপাদন শুরু হলে তিনি বছরেই প্রায় ১০ লাখ টাকা আয় করতে পারবেন খেজুর বিক্রি করে।
উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার জানিয়েছেন, বরিশাল অঞ্চলের মাটি বেশ ভাল, তাই উজিরপুরের ধামসর গ্রামে মামুন সৌদি আরবের খেজুর চাষাবাদে সফল হয়েছেন। তিনি কৃষি বিভাগের সহায়তা চাইলে তাকে যে কোন সহায়তা করা হবে। তার বাগানের উৎপাদিত খেজুর সৌদির খেজুরের মতই।