|| সারাবেলা ডেস্ক||
- মাস্কটি এমন পরিসরের হতে হবে যাতে এটি আপনার নাক মুখের বেশীর ভাগটাই ঢেকে থাকে। এটা নিশ্চিত হতে হবে যে, আপনার মুখ ও মাস্কের মাঝে কোন ফাঁক না থাকে।
- মাস্ক ধরবার আগে নিজের হাত ভালভাবে মদমেশানো হ্যান্ডরাব কিংবা সাবান ও পানি দিয়ে ধুয়ে নিন।
- ব্যবহার করবার সময় হাতের বা অন্য কোন ধরনের স্পর্শ এড়াতে হবে। যদি মাস্ক স্পর্শ করতেই হয়, তাহলে মদমেশানো হ্যান্ডরাব বা সাবান-পানি দিয়ে ভাল করে হাত ধুয়ে নিতে হবে।
- একটি মাস্ক একবারই ব্যবহার করা যাবে। ব্যবহারের পর যত দ্রুত সম্ভব ব্যবহৃত মাস্ক সুরক্ষিত বিনে ফেলতে হবে।
- মাস্ক খোলার সময়ে কোনভাবেই মাস্কের বাইরের দিকটাতে স্পর্শ করা যাবে না। ভেতর থেকে ধরে মাস্ক খুলতে হবে। সঙ্গে সঙ্গে ঢাকনা দেওয়া বিনে এটিকে ফেলতে হবে। এরপর আবারও হাত ধুয়ে ফেলতে হবে।
সংবাদ সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা