হাসান তামিম :
জুন মাস থেকে বছর ঘুরে আবার এপ্রিল না আসা পর্যন্ত দেখে বুঝার বা জানার উপায় নেই যে, সেখানে কোন গাছের অস্তিত্ব আছে। কিন্তু এপ্রিলের বৃষ্টি শুরু হতেই নতুন মাটি ফুঁড়ে কলি সমেত নিজের অস্তিত্বকে জানান দিয়ে মাথা তুলে দাঁড়ায় এই গাছ। পুরো এপ্রিল জুড়ে গাছে যেন নতুন প্রাণের সঞ্চার হয়। পাতা আর কলির দেখা মেলে এই সময়। তবে সেসবই শুধুই সামান্য আয়োজন। মূল দৃশ্য এখনো বাকি। দিন গড়িয়ে যখন এপ্রিলের বিদায় ঘন্টা বাজে আর মে মাস আসে তখন মাসের শুরু থেকেই ফুটে যায় ফুল। পুরো মে মাস জুড়ে ছড়িয়ে থাকে তার মুগ্ধতা। হ্যাঁ, মে ফুলের কথাই বলছি!
মে মাসের মূল আকর্ষণ যেন মে ফুল বা মে ফ্লাওয়ার। এই মাসে আরো বহু ফুল ফুটে, তবে যত যাই ফুটুক না কেন লাল গোলাকার ফুলটির সৌন্দর্য আর লাল টুকটুক হাসিতেই যেন রয়েছে অন্যরকম ভালোবাসার আবেদন।
আবার মে মাস শেষ হতে শুরু করলে বাজে বিরহের সুর। আরে এই-যে মে ফুলের বিদায় নেবার পালা!?মে মাসও শেষ হতে থাকে আর মে ফুলও নিস্তেজ হয়ে যায় ধীরে ধীরে। অদ্ভুত এই গাছটির নাম ‘মে গাছ’। শুধু মাত্র মে মাসে ফুল হয় আবার মে মাসেই ঝরে পড়ে বলেই এর নাম ‘মে ফুল’। মে ফুলের গাছের আলাদা করে তেমন যত্নআত্তি করতে হয় না।
তবে এই মে ফুল কিন্তু আমাদের দেশীয় কোন ফুল নয়। ফুলটির আদি নিবাস আফ্রিকা মহাদেশে। ইংরেজি নাম fire-ball lily, powder- puff lily, african blood lily, catherine wheel, poison root and football lily। এর বৈজ্ঞানিক নাম এর Scadoxus multiflorus। সারা পৃথিবীতে রয়েছে তিনটি উপ-প্রজাতি। মে ফুল বা মে ফ্লাওয়ার গাছ লম্বায় সাধারণত ১০ মিটার পর্যন্ত হয়ে থাকে। ফুল প্রায় ৩ সেমি. চওড়া হয়।
মে ফুল নিয়ে আরো চমৎকার তথ্য জানালেন ঢাকা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান। দীর্ঘ আলাপচারিতায় বললেন, “মে ফ্লাওয়ার মাত্র এক মাস স্থায়ী হয়। তবে এই ফুল দেখতে খুব সুন্দর হলেও এটি খুবই বিষাক্ত। মে মাসে ফুল ফুটে আবার মে মাসেই ফুল ঝরে পড়ার পর গাছ আরো কিছুদিন টিকে থাকে। যার ফলে পাতার সৌন্দর্য আরও কিছুদিন উপভোগ করা যায়। তার পর পাতা কান্ড কিছুই থাকে না। মূলত মাটির নিচে এর কন্দ টিই সজীব থাকে। যার ফলে বছর ঘুরে এপ্রিল-মে মাসে আবার মাথাচাড়া দিয়ে উঠে। বছরে একবার হয় যার জন্য অনেক পুষ্পপ্রেমীর কাছেই এটি অজানা।”
সর্বোপরি, সবকিছুর উর্ধ্বে সদ্য ফোঁটা মে ফুলের সৌন্দর্যের মায়ায় একনজর থমকে দাঁড়াতেই হয়। কেননা সৃষ্টিগতভাবেই ফুলের সঙ্গে মানুষের হৃদয়ের অমোঘ বন্ধন। তাই ফুলের জাদুকরী বৈশিষ্ট্য মানুষকে সহসাই কাছে টানে।