|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পলো-বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সারাদিন উপজেলার প্রভাকর গ্রামের বারোকা বিলে পলো-বাওয়া দিয়ে মাছ ধরার উৎসবে মেতে ওঠে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, মাছ ধরার এই উৎসবে জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর, হামিদপুর, মোহাম্মদপুর, ইসলামপুর, সাচায়ানী, লাউতলা, নন্দিরগাঁও, আসামপুর, চক-আছিমপুর, সোনাপুর, বনগাঁও সহ প্রায় ২০টি গ্রামের ৩ শ’র বেশী সৌখিন মানুষ এই উৎসবে অংশ নেন।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই পলো-বাওয়া উৎসবের খবর পেয়ে সুনামগঞ্জ, ছাতক, সিলেট, বিশ্বনাথ থেকে হাজার হাজার উৎসুক দর্শক জগন্নাথপুরের বারোকা বিলপাড়ে আসেন। এই উৎসবের সবাই কম-বেশি ছোট ও বড় দেশীয় প্রজাতির বিভিন্ন প্রকারের মাছ ধরতে পারেন। তবে মাছ পাওয়া বড় বিষয় নয়। সবাই মিলে পানির মাঝে ঝাঁপাঝাঁপি করে পলো দিয়ে মাছ ধরার আনন্দ হল মূল লক্ষ্য।
এব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ছায়াদুর রহমান বলেন, এই উৎসবের মাধ্যমে পলো-বাওয়া দিয়ে মাছ ধরার আনন্দই আলাদা। এই উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর জনতার ঢল নামে এখানে। সবাইকে এক সাথে পেয়ে আমরাও খুবই গর্বিত।