কোয়ারান্টিন উপভোগের যত উপায়

অনলাইন ডেস্ক
বিশ্বজুড়েই আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস৷ ছোঁয়াচে এই ভাইরাস ছড়িয়ে পড়া রোধে আক্রান্তদের ‘আইসোলেশনে’ রাখা হচ্ছে৷ সন্দেহভাজনদেরও ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে৷ দীর্ঘ এই সময় শুধু বসে বসে কাটানোটা যে খুব কঠিন। কিন্তু চাইলেই এই সময়টাকে করে তোলা যায় উপভোগ্য।
শরীরচর্চা
প্রতিদিনের কাজের চাপে অনেকেই শরীরচর্চার সময় পান না৷ কোয়ারান্টিনে থাকার সময় আপনি অনায়াসেই শরীরচর্চা করতে পারেন৷ তবে বাইরের কোনো জিমে যেতে পারবেন না৷ ঘরে ব্যায়ামের যন্ত্র না থাকলেও চিন্তা নেই৷ করতে পারেন ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ বা যোগব্যায়াম৷ এটা একইসঙ্গে আপনার শরীরকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সক্ষম করে তুলবে৷ মনকেও রাখবে সুস্থ।
ঘরদোর পরিষ্কার করা
স্বাভাবিক সময়ে ঘরদোর ভালভাবে সাফসুতরো করা হয়ে ওঠে না। তাই নিরবিচ্ছিন্ন এই সময়ে আপনি ভালভাবে পরিস্কার করতে পারেন ঘরদোর। ঝকঝকে তকতকে ঘরদোর আপনার মনকে করবে প্রফুল্ল। সবাই থাকতে পারেন সতেজ।
বই পড়ে
চরম ব্যস্ততা আর তথ্য-প্রযুক্তির এই সময়ে সারা বিশ্বেই বই পড়ুয়াদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে৷ কোয়ারান্টিনের সময়ে বই হয়ে উঠতে পারে আপনার প্রিয় সঙ্গী৷ এত দিন ‘পড়ব, পড়ব’ করেও সময়ের কারণে যে বইগুলো পড়ে উঠতে পারছিলেন না, সেগুলো নিয়ে বসে যেতে পারেন৷
নতুন নতুন রান্না
কোয়ারান্টিনে থাকার সময় আপনি নতুন নতুন রেসিপিতে রান্নার চেষ্টা করতে পারেন৷ এমন সব খাবার রান্না করতে পারেন যা খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে৷
অনলাইনে ‘লাইভ’ অনুষ্ঠানের দর্শক
করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বেই মেলা, কনসার্ট, সম্মেলনসহ নানা অনুষ্ঠান আয়োজন বন্ধ হয়ে গেছে৷ খেলা হচ্ছে দর্শকহীন মাঠে৷ এ নিয়ে মন খারাপ না করে আপনি সহজেই অনলাইনে নানা সরাসরি অনুষ্ঠানের দর্শক হতে পারেন৷
দেখতে পারেন টেলিভিশন
এখন কত নাটক, সিনেমা, টিভি সিরিজ বা ওয়েব সিরিজ হচ্ছে৷ টেলিভিশনে সেগুলো দেখে নিতে পারেন৷
বোর্ড গেম
কোয়ারান্টিনের সময়টা কিন্তু একেবারেই কম নয়। ১৪দিন। আর এটা কিন্তু লম্বা সময়। এই সময়ে নানা ধরনের বোর্ড গেম খেলে মস্তিষ্ক ঝালিয়ে নিতে পারেন৷
আয়করের হিসাব-নিকাশ
হাস্যকর শোনালেও এই সময়ে ঠান্ডা মাথায় বসে আপনি নিজের আয়করের হিসাব-নিকাশ করে ফেলতে পারেন৷ তবে খুব বেশি চাপের হয়ে গেলে হাল ছেড়ে দেওয়াই ভালো৷
দক্ষতা বাড়াতে নতুন কিছু শেখা
অনেকদিন ধরেই ভাবছিলেন একটা বিদেশি ভাষা শিখবেন। কিম্বা অমুক একটি সফট্ওয়ার রপ্ত করবেন। হয়েই উঠছিল না। এইসময়টাতে সেগুলো করতে পারেন। অনলাইন থেকে আপনি নতুন কিছু শিখতে পারেন৷ শিখতে পারেন নতুন কোনো ভাষা৷ অনলাইনে সহজেই এটা করা যায়, কোথাও কোথাও বিনামূল্যেই পাবেন৷ তাই কোয়ারেন্টাইনে সময় কিভাবে কাটাবেন তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই৷
স্মৃতি রোমন্থন
কোথাও বেড়াতে গিয়েছিলেন, দারুণ সময় কাটিয়েছেন৷ তুলেছেন অসংখ্য ছবি৷ কোয়ারান্টিনের সময় খুলে বসতে পারেন সেসব ছবির অ্যালবাম৷ মনে মনে চলে যেতে পারেন সেই সময়ে৷ কিংবা বন্ধু বা পরিবারের সঙ্গে কাটানো আনন্দের স্মৃতি রোমন্থন করেও কাটিয়ে দিতে পারেন বন্দি থাকার সময়টা৷#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন