|| সারাবেলা প্রতিনিধি, কুমিল্লা থেকে ||
শীত এলেই পরিযায়ীদের আবাসন হয়ে ওঠে কুমিল্লার সব পুকুর দিঘি আর সব জলাশয়। এবার পৌষে তেমন শীত না থাকায় এতোদিন পাখির সংখ্যা কম থাকলেও গেলো কদিনে শীত বাড়বার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এদের সংখ্যা। শহরের অদুরের পুকুর বিলেও আসছে নানা প্রজাতির হাঁসসহ অতিথি পাখি। জেলার আদর্শ সদর উপজেলার চম্পক নগরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরটি এখন এলাকার মানুষের কাছে অনেকটাই বিনোদণের জায়গা হয়ে উঠেছে।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/01/comilla-guest-bird-350x250-1-300x183.jpg?resize=1200%2C732&ssl=1)
পুকুরের পানিতে জলকেলিতে ব্যস্ত ওরা। কখনোবা ঝাঁক বেধে উড়ে যাচ্ছে অন্য কোথাও। আবার পুকুরের পানিতে আছড়ে পড়ছে অনেক পাখি একসঙ্গে। এদের অনেকেই আবার কচুরিপানার ভেতর থেকে খাবার যোগারে ব্যস্ত। পাখিদের এমন জলকেলি দেখতে বিকেল না হতেই পুকুর পাড়ে জমছে স্থানীয়দের ভীড়।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/01/2019121-thumbnail-300x186.jpg?resize=1200%2C744&ssl=1)
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/01/2019121-thumbnail-300x186.jpg?resize=1200%2C744&ssl=1)
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/01/2019121-thumbnail-300x186.jpg?resize=1200%2C744&ssl=1)
পুকরের মালিক গাজী রিয়াজ মাহমুদ সংবাদ সারাবেলাকে বলেন, গত তিন বছর ধরে অতিথি পাখিদের অভয়আশ্রম হয়ে উঠেছে এই পুকুর। পাখিগুলোর কেউ যেন কোন ক্ষতি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখছেন গাজী রিয়াজ নিজেই।
ওয়াইল্ড ওয়াচ ইনফো কুমিল্লার পরিচালক জামিল খান এই প্রতিবেদককে বলেন, কুমিল্লা নগরীর ধর্মসাগর, ছোটরা জলাশয়ে আগে প্রচুর অতিথি পাখি নামতো। পরিবেশ নষ্ট হওয়ায় এসব অতিথি পাখি এখন সেখানে নামেনা। শীতপ্রধান দেশের পাখিরা অতিথি হয়ে আসে আমাদের দেশে। একটু উষ্ণতা খাবার আর নিরাপদ প্রজণনের জন্য হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসে ওরা। খুঁজে নেয় নির্জন স্থান, জলাশয় ও বনাঞ্চল। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, অতিথি পাখি এদেশে অতিথি হয়ে আর থাকতে পারছে না। বিভিন্ন সময় শিকারীর হাতে তারা ধরা পড়ছে। পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কুমিল্লার পুকুর গুলোতে পাখি নামার পরিবেশ করে দেয়ার দাবি জানান তিনি।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/01/2019121-thumbnail-1-300x186.jpg?resize=1200%2C744&ssl=1)
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/01/2019121-thumbnail-1-300x186.jpg?resize=1200%2C744&ssl=1)
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/01/2019121-thumbnail-1-300x186.jpg?resize=1200%2C744&ssl=1)
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক অমিতাভ কুমার বাড়ৈ বলেন, সাইবেরিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া, ফিনল্যান্ড, তিব্বতের উপত্যকা অঞ্চল থেকে প্রতিবছর অতিথি পাখি আসে। এসবের মধ্যে রয়েছে বালিহাঁস, রাজহাঁস, মানিকজোড়, গাংকবুতর, চিনাহাঁস, নাইরাল ল্যাঙ্গি, ভোলাপাখি, হারিয়াল, বনহুর, বুরলিহাস ও সিরিয়া পাতিরা প্রভৃতি। পাখি আবর্জনা খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এছাড়া এর বিষ্ঠাতে রয়েছে ফসফরাস। যা সবজি উৎপাদনে সহায়ক। পাখিরক্ষায় সবার ভূমিকা প্রয়োজন।