করোনাদুর্যোগে টেলিফোনে সেবা দেবে "আপনার ডাক্তার"

|| অনলাইন প্রতিনিধি, ঢাকা ||

করোনায় ঘরবন্দী মানুষের জরুরী স্বাস্থ্যসেবা দেশে চালু হলো টেলিমেডিসিন সেন্টার ‌‌আপনার ডাক্তার। দুর্যোগসময়ে এই স্বাস্থ্যসেবার উদ্যোক্তা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান জানান, ‘পাশেই আছি সারাক্ষণ’- এই প্রতিপাদ্যকে ধারণ করে এ সেন্টারে বিনা খরচে চিকিৎসাসেবা দেওয়া হবে। দেশের ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবা দেবেন। সেবা পেতে ফোন করতে হবে ০৯৬১১৫৫৫২২২ নম্বরে। সেন্টারের ফেসবুক পেইজেও যোগাযোগ করা যাবে।

এই উদ্যোগের সহ-উদ্যোক্তা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা আহসান। আর প্রধান সমন্বয়ক হিসেবে থাকবেন ডা. মো. আশরাফুজ্জামান সজীব। সহ-সমন্বয়কের দায়িত্বে রয়েছেন ডা. ফাইম চৌধুরী সনি, ডা. খন্দকার মুস্তাক আদনান ও ডা. মমতাজুল হাসান শিমুল।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান আরো জানান, বিশ্বজুড়ে করোনা মহামারি মোকাবিলায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে এসে সহায়তা করতে হবে। আর সে তাগিদ থেকেই এই সেবার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মানুষের চাহিদা বাড়লে পরবর্তী সময়ে টেলিমেডিসিন সেন্টারের সেবার আওতা বাড়ানো হবে বলে জানান প্রতিমন্ত্রী মুরাদ।

তিনি বলেন, করোনাভাইরাসের ভয়াল থাবা সারা পৃথিবীকে গ্রাস করে চলেছে। আমাদের বাংলাদেশও এই বিপদের বাইরে নয়। করোনা ভাইরাসের এই মহামারিতে জীবনের ওপর ঝুঁকি নিয়ে আমাদের দেশের চিকিৎসকেরা মানুষের জীবন রক্ষার জন্য প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন।

দূর্যোগের এই মুহুর্তে অন্য রোগের রোগীরাও তাদের চিকিৎসার জন্য প্রয়োজন অনুযায়ী চিকিৎসা কেন্দ্রে যেতে পারছেন না। আবার ঘরে থাকার কারণে সময়মত চিকিৎসকের পরামর্শও নিতে পারছেন না।

তাই মহামারির এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পরিবার মানুষের সেবায় টেলিমেডিসিন প্রক্রিয়ার মাধ্যমে সঠিক চিকিৎসা বিষয়ক পরামর্শ দেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন