কমন ইল্যাণ্ড দম্পতির ঘরে নতুন অতিথি

পার্কের কোর সাফারির ভেতর আফ্রিকান সাফারিতে ঘুরে বেড়াচ্ছেন মা। সময় সময় শাবককে দুধ পান করতেও দেখা যাচ্ছে। এ নিয়ে পার্কে চার সদস্যের একটি কমন ইল্যাণ্ড পরিবার হলো।

|| সারাবেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর) ||

কমন ইল্যাণ্ড পরিবারে আবারো  নতুন অতিথি। গত বছরের মাঝামাঝি সময় প্রথম বারের মতো কমন ইল্যাণ্ড দম্পতি জন্ম দিয়েছিল একটি সন্তান। সেটিও পুরুষ। গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরো একটি পুরুষ শাবকের জন্ম দিয়েছে কমন ইংল্যাণ্ড দম্পতি।

পার্কের কোর সাফারির ভেতর আফ্রিকান সাফারিতে ঘুরে বেড়াচ্ছেন মা। সময় সময় শাবককে দুধ পান করতেও দেখা যাচ্ছে। এ নিয়ে পার্কে চার সদস্যের একটি কমন ইল্যাণ্ড পরিবার হলো। এর মধ্যে তিনটি পুরুষ একটি নারী। ফুটফুটে শাবকটি এখন পার্কে আসা দর্শনাথীদের মুল আকর্ষনে পরিনত হতে পারে বলে আশা করছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান ।

পার্কের ওয়াইল্ড লাইফ সুপার ভাইজার মো. সরোয়ার হোসেন খান বলেন, কমন ইল্যাণ্ড সাধারনত একটি করেই বাচ্চার জন্ম দেয়। এদের গর্ভকালিন সময় ৯ মাস। বন্য পরিবেশে গড় আয়ু ২০ থেকে ২৫ বছর, ক্যাপটিভে আরো বেশি সময় বাঁচে। ২ থেকে ৩ বছরে প্রাপ্তবয়স্ক হয় নারী কমন ইল্যাণ্ড, অপর দিকে পুরুষ কমন ইল্যাণ্ড প্রাপ্তবয়স্ক হয় ৪ থেকে ৫ বছরে। আফ্রিকা থেকে পার্কে আনা একটি পরিবার থেকে দুই বার দুটি বাচ্চার জন্ম হলো।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, গত বছর একটি শাবকের জন্ম হয়েছিল। বছর না ঘুরতেই ফের আরেকটি কমন ইল্যাণ্ডের জন্ম হলো। অনুকূল পরিবেশ ও উপযুক্ত পরিচর্যায় আমরা বিভিন্ন প্রাণীর নিয়মিত বাচ্চা পাচ্ছি। নতুন কমন ইল্যাণ্ড সদস্য ভিন্ন মাত্রার সৃষ্টি করবে আগত দর্শনার্থীর এমনি আমাদের বিশ্বাস তবিবর রহমানের।

সংবাদ সারাদিন