‘একটা হাত কেটে দিলেও এত কষ্ট পাইতাম না’

‘আমার একটা হাত কেটে দিলেও আমি এত কষ্ট পাইতাম না, আমারে ভিখারী বানাইয়ে দিয়েছে, আমি কি করে বাঁচবো...” ফলনের মুখে তার ১৮ শতক জমির সব সিম গাছ...

|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||

‘আমার একটা হাত কেটে দিলেও আমি এত কষ্ট পাইতাম না, আমারে ভিখারী বানাইয়ে দিয়েছে, আমি কি করে বাঁচবো…” ফলনের মুখে তার ১৮ শতক জমির সব সিম গাছ গত ১৭ নভেম্বর রাতে কেটে ফেলার পর বুকভাঙ্গা আহাজারি করতে করতে কথা গুলো বলছিলেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গিরিশনগর এলাকায় দরিদ্র কৃষক আব্দুল কাদের সেখ।

তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সুপারী চুরির প্রতিবাদ করায় এলাকার চিহ্নিত দুর্বৃত্ত আলামিন সেখ এঘটনা ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্থ কৃষক কাদের সেখ অভিযোগ করেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও থানায় জানানোর পরে এখনও কোন সুবিচার পাননি।

গত ১৫ নভেম্বর রাতে মোল্লাহাটের সরসপুর গ্রামের তুষার বিশ্বাসের ২৫০০ ফলন্ত টমেটো গাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। এতে কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি এখন নি:স্ব। ঋণগ্রস্থ।  জনপ্রতিনিধি ও থানায় ধর্ণা দিয়ে আজও কোন প্রতিকার পাননি।

অনুরূপ কচুয়া উপজেলার গজালিয়া এলাকায় গত এক সপ্তাহে প্রায় ২০ জন চাষির কয়েক একর জমির সবজির গাছ কেটে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে দাউদ মৃধার ৭৪ শতক জমির ১৩শ’ ও অদুদ মৃধার ১৫শ’ টমেটো গাছ এবং খোকন মৃধার শতাধিক লাউ এবং ৮০টি টমেটো গাছ, রুহুল মৃধার ২শ’ টমেটো গাছ কেটেছে গত মঙ্গল ও বুধবার (১৭, ১৮ নভেম্বর) রাতে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতেও একই এলাকার হিন্দুপাড়ার বেশ কয়েকজন চাষির শশা, টমেটো, লাউ, কুমড়াসহ বিভিন্ন সবজি গাছ কেটে ফেলেছে চক্রটি।

একইভাবে কচুয়া, মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী ও সদর উপজেলায় গত এক সপ্তাহে কমপক্ষে অর্ধশত চাষির ঘেরে বিষ দিয়ে মাছ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কেবলমাত্র চুরি নয়, শত্রুতাশোধ নিতেও এ অপকর্ম করা হচ্ছে। ঋনের টাকা আর অশেষ শ্রমের ফসল এভাবে ধ্বংস হওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন চাষিরা।

একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দুর্বৃত্তায়নে অতিষ্ট হয়ে উঠেছেন এলাকার চাষিরা। চক্রটির হাত থেকে ফসল বাঁচতে আতঙ্কিত চাষিরা নানা  উপায় অবলম্ভন করছেন। কেউ কেউ ক্ষেতের পাড়ে মাঁচা বানিয়ে ঘুমানো শুরু করেছেন। তারপরও ক্ষেতের ফসল রক্ষা করতে পারছেন না।

গজালিয়া ইউপি চেয়ারম্যান এস এম নাছির উদ্দিন বলেন, আমার ইউনিয়নের সকল কৃষক এখন ক্ষেতের ফসল রক্ষায় উৎকণ্ঠিত। সুদে টাকা এনে চাষাবাদ করার পর রাতে দুর্বৃত্তরা গাছ কেটে ফেলছে। বিষ দিয়ে ঘেরের মাছ চুরি করছে। ফলে চাষিরা নিঃস্ব হয়ে যাচ্ছে। দ্রুত এসব দুস্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহনের জোর দাবী করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন