|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
মুজিব জম্ম শতবর্ষ স্মরণে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগন ইউনিয়নের মনোহরা গ্রামের চেয়ারম্যান বটতলায় ২ দিন ধরে ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। সোমবার বিকেলে দ্বিতীয় দিনে চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম।
দুর্গানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মনোহরা গ্রামবাসীর আয়োজনে রোববার ২ দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আফছার আলী। এ উপলক্ষে হা-ডু-ডু খেলা, লাঠিবারি খেলা, বাউল গান ও পৌষ মেলার আয়োজন করা হয়।
আয়োজক কমিটির সভাপতি স্থানীয় চেয়ারম্যান আফছার আলী জানান, ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রায় ২০ থেকে ২২ জোড়া ঘোড়া অংশ নেয়। সিরাজগঞ্জসহ পাশ্ববর্তী জেলা পাবনা, নাটোর বগুড়া থেকে এসেও ঘোড়ার মালিকেরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। ঘোড়দৌড়কে কেন্দ্র করে গ্রামীণ ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা, লাঠিবারি খেলা, বাউল গান ও পৌষ মেলা অনুষ্ঠিত হয়।
এলাকার প্রতিটি পরিবারের স্বজনেরা এসেছেন দুর-দুরান্ত থেকে। কারো ভাই, কারো বোন, কারো বা নিকটতম স্বজনেরা মেলা উপলক্ষে এসে পরিবারে জমিয়েছে বাড়তি আমেজ। খেলা দেখতে আসা দর্শক রফিক জানান- আগের দিনে বিভিন্ন জায়গায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। এখন আর সচারাচর দেখা যায় না। তাই এ খেলাকে ঘিরে প্রচুর দর্শকের সমাগম হয়।
নাটোর থেকে আসা ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়ার আসলাম জানান, মানুষকে আনন্দ ও বিনোদন দেওয়ার উদ্দেশ্যেই তারা এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখিয়ে থাকেন। উত্তরবঙ্গের যেখানেই এ খেলা অনুষ্ঠিত হয় সেখানেই অংশ নেন বলে সে জানান। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে আয়োজিত ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রচুর দর্শকের আগমন ঘটেছে। এ উপলক্ষে গ্রামে বসেছে পৌষ মেলা। এলাকার পাড়ায় পাড়ায় নারী, পুরুষ , হিন্দু-মুসলিম সকলের মধ্যে আনন্দের সাজ সাজ রব বইছে।