নাক দিয়ে বিশ্বরেকর্ড করেছেন যিনি


এত বড় তার নাক, দূর থেকে দেখলে কারও কারও হয়তো টিপু সুলতানের কথা মনে হতে পারে! হ্যাঁ, বলছি মেহমেট ওজেরেকের কথা।

পৃথিবীর সবচেয়ে বড় নাকের মালিক হওয়ার কারণে সহজেই নিজের নাম পোক্ত করেছেন তুরষ্কের নাগরিক ওজেরেক। ওর নাকে ফিতে ধরলে অবাক হতে হবে যে কাউকে। ৩ দশমিক ৫ ইঞ্চি।

সম্প্রতি এই নাক নিয়েই ওজেরেককে ধরাসাই করার চেষ্টা আছেন পাকিস্তানের ফাইজান আগা নামের এক লোক। সবচেয়ে বড় নাকের দাবিদার ফাইজানের নাক ৪ দশমিক ৮ ইঞ্চি বলে ঘোষণা করলেও এখন পর্যন্ত ওজরেক গিনেজ বুকের একমাত্র স্বীকৃত ব্যক্তি। রেকর্ডটি তিন করেন ২০১০-এর মার্চ মাসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন