|| আনোয়ার হোসেন কুড়িগ্রাম থেকে ||
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের পূর্বপাড় চরাঞ্চলে তেলবজি জাতীয় ফসল চিনার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। কম খরচে অধিক ফলন ও ভালো দাম পেলে প্রতি একর জমিতে প্রায় লাখ টাকা লাভ হবে চিনা চাষীদের।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার চর-শৌলমারী, বন্দবেড় চর ও যাদুর চর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড়ে চরাঞ্চলে ৮০ হেক্টর থেকে ৯০ হেক্টর জমিতে চিনা চাষ হয়েছে। বালু মাটিতে চিনা চাষ হয়, বন্যার পানি শুকানোর সাথে সাথে চিনা চাষ করা হয়।
চরাঞ্চলের মানুষের আয়ের উৎস কৃষি চাষাবাদ ও মাছ ধরা। নদী ভাঙ্গনের ফলে ফসলী জমি ও ভিটামাটি হারিয়ে বালুর চরে ঘর বেঁধে মানবেতর জীবন যাপন করছেন ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড়ে গ্রামবাসী। বেঁচে থাকার লড়াইয়ে চরাঞ্চলের কৃষকরা চিনাচাষে আগ্রহী হয়ে উঠছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এ বার চিনার চাষ ভালো হয়েছে।
কুটির চর গ্রামের কৃষক আব্দুস সালাম ও সেকান্দার আলী বলেন, আমি এক বিঘা জমিতে কাউন চাষ করেছি। আমার খরচ হয়েছে পনের শত টাকা থেকে ২ হাজার টাকা। এক বিঘা জমিতে ফলন হয়েছে ১৮ মণ। বাজারে ১ মণ চিনা কিম্বা কাউনের দাম তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা। এক বিঘার চিনা ফসল বিক্রয় করে আমার লাভ হবে প্রায় ৬০ হাজার টাকা।
ফলুয়ার চর গ্রামের কৃষক রিয়াজুল হক জানান, চরের বালু মিশ্রিত জমিতে অন্য ফসলের তুলনায় চিনার চাষ ভালো হয়। চিনা চাষে খরচ কম, সামান্য সেচ দিলে ফলন আরো বেশি ভালো হয়। রাসায়নিক কোনো সারের তেমন প্রয়োজন হয়না। সঠিক ভাবে পরিচর্যা করলে পাওয়া যায় আশাতীত ফলন। চিনা চাষে পরিশ্রম কম ও লাভ তুলনা মূলক বেশি হওয়ায় চিনা চাষ চরাঞ্চলে দিন দিন বাড়ছে। এবার চরাঞ্চলে পাঁচশত বিঘা জমিতে চিনার আবাদ হয়েছে।
এ বিষয়ে বেসরকারি সাহায্য সংস্থা সিএসডিকে’র নির্বাহী পরিচালক মো. আবু হানিফ মাষ্টার বলেন, চরাঞ্চলের কৃষকদের জীবন মান উন্নয়নের লক্ষে অর্থকরী ফসল চিনা, কাউন, বাদাম, মাষকালাই, মুসুর ডালসহ বিভিন্ন ফসল উৎপাদনে কৃষকদের পরামর্শ দেয়াসহ কৃষি প্রদর্শনী প্লট স্থাপন ও মাঠ দিবস অনুষ্ঠান করে কৃষির টেকসই উন্নয়নে কাজ করছে তাদের প্রতিষ্ঠান।
এ ব্যাপারে উপজেলা কৃষিকর্মকর্তা মো. শাহরিয়ার হোসেন বলেন, ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড় চরাঞ্চলের বালু মাটি চিনা চাষের জন্য খুব উপযোগী। বাণিজ্যিক ভাবে চিনার চাষের উদ্যোগ নেয়া গেলে বদলে যেতে পারে চরাঞ্চলের দরিদ্র কৃষকের ভাগ্য। চিনা তেলবীজ জাতীয় একটি পুষ্টিমান সমৃদ্ধ কৃষি পণ্য। চিনা তেল, আমিষ ও খনিজ লবণের চাহিদা পূরণ করে। চিনা খুব স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার। চরাঞ্চলে চিনাসহ বিভিন্ন অর্থকরী ফসল উৎপাদনের লক্ষ্যে আমরা কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসাছি।