|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া) ||
কুষ্টিয়ার ভেড়ামারা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে ৪০০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেয়া হয়েছে। ১২ই এপ্রিল সোমবার সকাল ১১টার সময় ভেড়ামারা উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজন করে চলতি খরিপ-১/২০২১-২২ মৌসুমে (২০২০-২১ অর্থ বছর) উফশী আউশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এসব সার ও বীজ দেয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়।
এসময় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ৪০০ জন হতদরিদ্র কৃষকের প্রত্যেককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি ৪৮ ধানের বীজ ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি পটাশ সার দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার সোহেল মারুফ, উপজেলা কৃষি অফিসার শায়খুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল আল মামুন প্রমুখ।
প্রণোদনা পাওয়া কৃষক বিল্লাল হোসেন বলেন, আমরা রাষ্ট্র থেকে বিনামূল্যে সার ও বীজ পাওয়ায় অনেকটা উপকৃত হলাম।