||সারাবেলা প্রতিনিধি, মেহেরপুর ||
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে বাংলার কৃষকরা বিরাট ভূমিকা রাখে। রোদে পুড়ে, পানিতে ভিজে মাটি কর্ষণ করে তুলে দিচ্ছে বাঙালির মুখের খাবার। সেই কৃষকদেরকে নিয়ে এক ব্যতিক্রমী চিন্তার জন্য প্রশংসা পেলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। মাঠের মধ্যে গড়ে তুলেছেন কৃষক ছাউনী। নাম দিয়েছেন শেখ হাসিনা কৃষক ছাউনি। মূলত বজ্রপাত থেকে কৃষকদের বাঁচাতে এবং রোদ বৃষ্টি ঝড়ে কৃষকদের নিরাপত্তার কথা মাথায় নিয়েই তাঁর এই উদ্যোগ।
এদিকে মাঠের মধ্যে একটি নিরাপদ আশ্রয় স্থল পেয়ে বেশ খুশি কৃষকরা। এমপি খোকনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রত্যেকটি মাঠে এমন কৃষক ছাউনী গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।
গত ১৭ই মে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান এনাম একটি কৃষক ছাউনী উদ্বোধন করেন। উদ্বোধনকালে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আরো ১০টি কৃষক ছাউনীর জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ দেন তিনি। সারা বাংলাদেশের কৃষকদের জন্য এই কৃষক ছাউনী গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলেও জানান প্রতিমন্ত্রী।
নিজের এমন উদ্যোগ সম্পর্কে সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বললেন, বাংলার কৃষকরা রোদে পুড়ে, পানিতে ভিজে মাটির বুক কর্ষন করে কষ্ট করে ফসল ফলিয়ে আমাদের মুখে খাবার তুলে দিচ্ছে। আমার কৃষক ভাইদের সুরক্ষা ও বিশ্রামের জন্য বজ্রপাত সহনীয় এই কৃষক ছাউনী গড়ে তুলেছি এবং এর নাম দিয়েছি শেখ হাসিনা কৃষক ছাউনী।