|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার ভাটবেড়া, চর ভাটবেড়া আলুর গাছে ব্যাকটেরিয়ার রোগে উজার হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা আলুর ক্ষেত। গাছ শুকিয়ে যাচ্ছে। ফলন নেই, ওষুধ পাল্টেও লাভ হচ্ছে না। আলুর বাম্পার ফলনের আশা করে অনেক কৃষক আলু চাষে ঝুঁকেছিলেন। কিন্তু এখন ভুগছেন হতাশায়।
আলুচাষি মো. মতিয়ার হোসেন বলেন, কয়েকদিন ধরে প্রতিদিন আলুর ক্ষেতে নিয়মিত ওষুধ দিচ্ছি কিন্তু কোনো কাজই হচ্ছে না। আলুর ক্ষেতের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। আমরা সারাদিন মাঠে থাকি বলে কৃষি অফিসে যেতে পারিনা। কৃষি অফিসের কোনো লোকও আমাদের পাশে এসে দাঁড়ায় না। সারে তিন বিঘা আলু চাষ করছি যে টাকা খরচ হয়েছে তাই উঠবে না এবার এই অবস্থা।
কৃষক সাইফুল ইসলাম জানান, ৭ বিঘা আগাম আলু পচা রোমানা রোপন করছিলাম কিন্তু রোগে আক্রান্ত হয়ে আলু পচে গেছে। কৃষি অফিসে কেউ আসে না দেখতে। কৃষি অফিস থেকে এ বিষয়ে পরামর্শ পেলে ভালো হতো। আরেক চাষী শফিকুল জানান, ৭ ডিসিমেল আবাদ করছিলাম পুরাই লোকসান ।
স্থানীয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজিব আহমেদ জানান, আলু খেতে সুষম সার প্রয়োগ না করায় ও স্ক্যাব নামের এক ধরনের রোগের কারণে এমনটা হয়েছে। একই জমিতে বারবার, অতি শুকনো ও ক্ষারীয় মাটিতে আলু চাষ করলে এমনটা হয়। তবে সময়মতো ব্যবস্থা নিলে এ রোগের প্রকোপ থেকে রক্ষা পাওয়া সম্ভব ছিলো।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, উল্লাপাড়ায় এবারে ৯৫০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। মাঠ পর্যায়ে প্রতিনিয়ত মনিটরিং করছি আমার। প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে এমনটা হতে পারে। তবে কি রোগে গাছগুলো এমন হচ্ছে তা জানার চেষ্টা চলছে।