ছয় মাস ধরে নুসরাতের ফ্ল্যাটেই থাকছেন যশ

কলকাতা চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত মা হতে চলেছেন, কিন্তু প্রশ্ন উঠেছে সন্তানের বাবা কে?। তার স্বামী নিখিল জানিয়েছেন সন্তানের বাবা তিনি নন। ৬ মাস ধরে একসাথে থাকছেন না নিখিল-নুসরাত দম্পতি।

|| আনন্দ সারাবেলা ডেস্ক ||

কলকাতা চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত মা হতে চলেছেন, কিন্তু প্রশ্ন উঠেছে সন্তানের বাবা কে?। তার স্বামী নিখিল জানিয়েছেন সন্তানের বাবা তিনি নন। ৬ মাস ধরে একসাথে থাকছেন না নিখিল-নুসরাত দম্পতি। অন্যদিকে ৬ মাস ধরে নুসরাতের ফ্ল্যাটে থাকছেন টালিউডের আরেক অভিনেতা যশ।

নির্ভরযোগ্য সূত্র জানায়,  প্রেম করে বিয়ে হয় অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান এবং ব্যবসায়ী নিখিল জৈনের। ২০১৯ সালে তুরস্কে গিয়ে বিয়ে করছিলেন তাঁরা। যদিও বিয়ের রেজিস্ট্রেশন হয়নি। ক্রমশ নিখিলের ব্যবসার মুখ হয়ে উঠেছিলেন অভিনেত্রী। নিখিলও স্ত্রী-কে খুশিতে ভরিয়ে রাখতেন। এই সম্পর্কের জন্য নিখিল তাঁর পরিবারের সঙ্গে লড়াইও করেছিলেন।

বিয়ের কয়েক মাস পরেই শোনা যায় নুসরাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুঞ্জন, নিখিলের সঙ্গে মনোমালিন্য হওয়ায় আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন নুসরাত। তবে অভিনেত্রী গণমাধ্যমে জানিয়েছিলেন, সে সব গুজব। তাঁর শরীর খারাপ হয়েছিল, তাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

কিন্তু দাম্পত্যের তাল কাটতে বেশি দিন লাগেনি। তার মাঝেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমে পড়েন নুসরাত। পর্দার প্রেম ধীরে ধীরে বাস্তবে পরিণত হল। একসঙ্গে ছবিতে কাজ করতে গিয়েই যশের প্রেমে পড়েন নুসরাত।

দ্রুত বদলে যেতে থাকে নিখিল-নুসরাতের সম্পর্কের সমীকরণ। নুসরাত বালিগঞ্জের ফ্ল্যাটে একা থাকতে শুরু করেন। যশ এখন বেশির ভাগ সময় ওই ফ্ল্যাটেই নুসরতের সঙ্গে সময় কাটান।

নুসরাতের সঙ্গে যশের ঘনিষ্ঠতাকে ‘নোংরামি’ বলেও কটাক্ষ করা হয়েছিল তখন। সেই আক্রমণের রেশ এখনও কাটেনি। রাজনৈতিক দায়িত্ব বা পোশাক নিয়ে তো বটেই, যশের সঙ্গে নাম জড়িয়ে বার বার কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।

৪ জুন নুসরতের জীবনের সুখবর ছড়িয়ে পড়ে। জানা যায়, তিনি মা হতে চলেছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠমহলের খবর, এক মাসের অন্তঃসত্ত্বা তিনি। খবর ছড়িয়ে পড়ার পরে নুসরত ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে’।

অভিনেত্রী এখনও এ বিষয়ে নিজে কিছু বলেননি। তবে তাঁর ঘনিষ্ঠমহল থেকে জানা যাচ্ছে, যশ দাশগুপ্তের সঙ্গে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।

অন্যদিকে নুসরাতের স্বামী নিখিল জানিয়েছেন, এই সন্তানের জনক তিনি নন। তাঁর কথায়, ‘‘এখন যে নতুন সঙ্গীর সঙ্গে ও আছে, তার সঙ্গেই ভাল থাক। ঈশ্বর ওদের মঙ্গল করুন।’’

সংবাদ সারাদিন