কোয়েল মল্লিক করোনা আক্রান্ত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমন দুঃসংবাদ ভক্তদের নিজেই জানিয়েছেন কোয়েল। শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

||আনন্দ সারাবেলা ||

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমন দুঃসংবাদ ভক্তদের নিজেই জানিয়েছেন কোয়েল। শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

তিনি জানান, শুধু তিনিই করোনা পজিটিভ নন, তার বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং কোয়েলের স্বামী নিসপাল সিংহ রানেও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা সকলেই কোয়ারেন্টাইনে রয়েছেন এবং বাড়ি থেকেই চলছে চিকিৎসা।

বেশ কিছু দিন ধরেই  করোনার  উপসর্গ (হাল্কা শ্বাসকষ্ট-জ্বর) দেখা গিয়েছিল পরিবারের সদস্যদের মধ্যে। কয়েকদিন আগে পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

মে মাসে লকডাউনে পুত্র সন্তানের জন্ম দিয়ে মা হয়ে সুসংবাদ জানিয়েছিলেন এই অভিনেত্রী। আনন্দ ও দুঃখ উভয়ই ভক্তদের জানাতে কৃপণতা নেই তার।

মল্লিক পরিবার করোনায় আক্রান্ত হওয়ায় ভক্তদের সোশ্যাল মিডিয়াজুড়ে প্রার্থনা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন