২৫শে জুন প্রেক্ষাগৃহে ‘নবাব এলএলবি’

নানা জটিলতা কাটিয়ে অবশেষে আগামী ২৫শে জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনন্য মামুনের চলচ্চিত্র ‘নবাব এলএলবি’। ছবিটির একটি দৃশ্যের জন্য নিষিদ্ধ ছিলো সেন্সর বোর্ডে।

|| সারাবেলা প্রতিবেদক || 

নানা জটিলতা কাটিয়ে অবশেষে আগামী ২৫শে জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনন্য মামুনের চলচ্চিত্র ‘নবাব এলএলবি’। ছবিটির একটি দৃশ্যের জন্য নিষিদ্ধ ছিলো সেন্সর বোর্ডে। প্রায় ১০ মিনিটের ওই দৃশ্য কেটে সেন্সর বোর্ড অনুমোদন দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পরিচালক অনন্য মামুন জানান, সব মিলিয়ে এখন বেশ স্বস্তি পাচ্ছি। ২৫ জুন সিনেমাটি হলে মুক্তি দেওয়া হবে। যারা এতদিন দেখতে পারেননি তারা দেখতে পারবেন।

সেন্সরবোর্ড চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করলে গেলো বছরের ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্মে মুক্তি পায় শাকিব খান ও মাহিয়া মাহি অভিনীত ‘নবাব এলএল.বি’। চলচ্চিত্রটির একটি সংলাপে পুলিশকে ‘হেয় করার’ অভিযোগে পর্নোগ্রাফি আইনে পুলিশের মামলায় গ্রেফতার হয়েছিলেন পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা। ১৮ দিন কারাবাসের পর তারা জামিনে মুক্তি পান।

 ‘নবাব এলএলবি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাহিয়া মাহি, স্পর্শিয়া, রাশেদ অপু, শায়েদ আলী, সুমন আনোয়ার, সুষমা, তন্ময়, সীমান্ত, শামীম মৃধা প্রমুখ। যৌথ সংলাপ লিখেছেন শাহজাহান সৌরভ ও পাপ্পু রাজ।

সংবাদ সারাদিন