|| আনন্দ সারাবেলা ডেস্ক ||
শোবিজ ওয়ার্ল্ডের জনপ্রিয় দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসে। বয়সের ব্যবধানকে উড়িয়ে দিয়ে দুজনে এক হয়েছেন। প্রায়ই তারা আলোচনায় থাকেন নানা ইস্যুতে।
সংসার জীবনের দু’বছর হয়ে গেল এই দম্পত্তির। তাদের দৈনন্দিন দাম্পত্য জীবন ও প্রেম-পীরিতির নিদর্শন নেটমাধ্যমে জ্বল জ্বল করে। আন্তর্জাতিক হোক বা জাতীয়, একাধিক সংবাদমাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া তাদের প্রেম নিয়ে কথা বলেছেন। এবারের কথোপকথনে বেরিয়ে এল মজাদার তথ্য।
২৮ বছরের মার্কিন গায়ক নিক জোনাসকে তার স্ত্রী বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ‘ওল্ড ম্যান জোনাস’ অর্থাৎ ‘বুড়ো লোক’ বলে ডাকেন। এমনি এমনি না, এর পেছনে কারণও রয়েছে।
খোলসা করলেন অভিনেত্রী। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও তিনি গল্ফ খেলেন, সিগার খান, আরও কত কী। যেন কোন যুগে জন্মেছেন তিনি!
একবিংশ শতাব্দীর সঙ্গে মানানসই দু’টি মাত্র অভ্যাস তার রয়েছে। কুরস লাইট খেতে পারেন এবং ফুটবল দেখেন মাঝে মাঝে। আর নইলে সবই সেই পুরনো আমলের বিষয়গুলোর প্রতি তার মুগ্ধতা।
তাই হয়তো বলা হয়, বয়স তো সংখ্যা মাত্র। ওই দিয়ে অভ্যাস, ধ্যান ধারণা বিচার করা যায় না।