সুশান্তের মৃত্যুর নতুন রহস্য!! বাবার নামে ভুয়া টুইটার

আনন্দ সারাবেলা ডেস্কঃ

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহের মৃত্যুর ২০ দিন অতিবাহিত হলেও মিলেনি মৃত্যু রহস্যের জট। এবার সুশান্ত সিংহের বাবার টুইটার অ্যাকাউন্টকে কেন্দ্র করে সৃষ্টি হলো নতুন রহস্য ।

তার মৃত্যুর পর বলিউডসহ সারা বিশ্বে আলোচনা ও সমালোচনার শেষ নেই।  বেশির ভাগ তারকা ‘ড্রাইভ’ স্টারের মৃত্যুর জন্য দায়ী করেছেন বি টাউনের স্বজনপোষণকে। তাঁদের দাবি, এর জেরেই নাকি অসময়ে ঝরে গেলেন এমন দুরন্ত প্রতিভা। যার জেরে সুশান্তের হাত ছাড়া হয়েছে সাতটি ছবি। তাই প্রকৃত সত্য জানতে অনেকেই  দাবি করেছেন সিবিআই তদন্তের।

এরই মধ্যে নতুন অভিযোগ, বলিউডপাড়ায় এই দাবিকে প্রায় প্রতিদিনই নাকি উসকে দিচ্ছে কেকে সিংহের নামে খোলা ভূয়া টুইটার অ্যাকাউন্ট। নানা ধরনের মন্তব্য করে নাকি বিভ্রান্তিও তৈরি করছে টুইটের প্রতিটি পোস্ট।

যেমন, টুইটে লক্ষ্য বানানো হয়েছে সালমান খানের আগামী ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’কে। যেহেতু সুশান্ত-মৃত্যু বিতর্কে সালমানের নাম জড়িত তাই ছবি বয়কটের ডাকও নাকি দেওয়া হয়েছে এই টুইটার থেকে। একই সঙ্গে তোপ দাগা হয়েছে করন জোহরের বিরুদ্ধেও।

এই ধরনের অসংখ্য টুইটে যখন বলিউডের আবহাওয়া আরও উত্তপ্ত তখনই সুশান্তের পরিবারের দাবি, ওই অ্যাকাউন্ট নাকি কেকে সিংহ খোলেনইনি! তাঁর নাম নিয়ে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই দাবি প্রকাশ্যে আসতেই ফের শোরগোল শুরু। সবার বিস্মিত জিজ্ঞাসা, আড়ালে থেকে কে এই অ্যাকাউন্ট চালাচ্ছেন? তাঁর উদ্দেশ্যই বা কি?

সাধারণ মানুষের বিভ্রান্তি কাটাতে মৃত অভিনেতার পরিবার আরও খোলসা করেছেন, ২৭ জুনের পর থেকে তাঁরা বাড়ির ছেলের মৃত্যু নিয়ে মুখ খোলেননি। একমাত্র সুশান্তের নামে ফাউন্ডেশন খোলার আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া। পাশাপাশি, কেকে সিংহ-ও সোশ্যালে সড়গড় নন। ফলে, তাঁর পক্ষে এই ধরনের অ্যাকাউন্ট খোলা অসম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন