।। আনন্দ সারাবেলা ।।
সিনেমা শিল্পের ভগ্নদশা থেকে উত্তরণে ৭০০ কোটি টাকা দিচ্ছে রাষ্ট্র। পরিচালক ও প্রযোজক সমিতির একাধিক নেতা রাষ্ট্রিয় এই বরাদ্দের বিষয়টি নিশ্চত করেছেন। তথ্য মন্ত্রনালয় সংশ্লিষ্ট সুত্রগুলোও তথ্যটি নিশ্চিত করেছেন। ১৫ই সেপ্টেম্বর এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে।
প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পের দিকে এমন নজর দেওয়াতে। আশা করছি খুব শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এতে চলচ্চিত্র শিল্প নতুন করে ঘুরে দাঁড়াবে বলে আমাদের বিশ্বাস।’ বরাদ্দকৃত অর্থের বেশির ভাগই দেওয়া হবে সিনেমা হল সংস্কারের জন্য জানিয়ে তিনি আরও বলেন, ‘এটি সরাসরি কোন ব্যাংকের টাকা না। তহবিলের টাকাটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কয়েকটি ব্যাংকে রাখা হবে। আমার জানামতে ১ থেকে ২ শতাংশ সুদে এখান থেকে আগ্রহীরা ঋণ নিতে পারবেন। পরিশোধের মেয়াদ হবে ২০ থেকে ২৫ বছর।’
এদিকে পুরো বরাদ্দ হল সংস্কারের কাজে ব্যয় না করে ১০০ কোটি টাকা চলচ্চিত্র নির্মাণে বরাদ্দ দিতে দাবী তুলেছেন নির্মাতারা।পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমাদের দাবি থাকবে এখান থেকে যেনো ১০০ কোটি টাকা চলচ্চিত্র নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়। যাতে করে ভালো প্রযোজকরা ছবি বানাতে পারেন এবং হলগুলোতে যেনো ভালো বাংলা ছবির অভাব না হয়।’
জানা গেছে আগামী ১৫ সেপ্টেম্বর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে চলচ্চিত্র সংশ্লিষ্ট নেতাদের মিটিং হবে। সেখানে সিনেমা হল খুলে দেওয়া ও ঋণের ব্যাপারে বিস্তারিত দিক-নির্দেশনা আসবে।
তথ্য মন্ত্রনালয় সুত্র জানিয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর সভা হবে। সেখানে সিনেমা হল খুলে দেওয়া ঋণের ব্যাপারে বিস্তারিত দিক-নির্দেশনা আসবে।