সাভার থানায় ৬জনের বিরুদ্ধে পরীমণির মামলা

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় সাভার থানায় মামলা হয়েছে। এঘটনায় অভিযুক্ত নাছির ইউ. মাহমুদসহ ৬ জনের নামে মামলা দায়ের হয়।

|| আননদ সারাবেলা প্রতিবেদক ||

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় সাভার থানায় মামলা হয়েছে। এঘটনায় অভিযুক্ত নাছির ইউ. মাহমুদসহ ৬ জনের নামে মামলা দায়ের হয়।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীমনির দায়েরকৃত মামলায় নাছির ইউ. মাহমুদসহ ২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও ৪ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

রূপনগর থানা সূত্রে জানা গেছে , পরীমণি রুপনগর থানা ও সাভার থানায় গতকাল রাতে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি যেহেতু সাভার থানার অন্তর্গত তাই রুপনগরের অভিযোগটিও সেখানে পাঠানো হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পরীমণি, যা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে। রাত ১১টায় পরীমণি বনানীতে নিজ বাসায় শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টাকারীদের ব্যাপারে প্রেস ব্রিফিং করে অভিযুক্ত দুইজনের পরিচয় প্রকাশ করেন।

পরীমনি বলেন, ‘আমাকে নির্যাতন ও হত্যাচেষ্টাকারীদের একজন রাজধানীর উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট নাছির ইউ. মাহমুদ এবং অন্যজন অমি নামের এক ব্যবসায়ী।’

তিনি আরও বলেন, ‘গত বুধবার রাত ১২টার দিকে আমাকে বিরুলিয়ার একটি ক্লাবে নিয়ে যায় অমি। সেসময় নাছির ইউ. মাহমুদ নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন। সেখানে নাছির ইউ. মাহমুদ আমাকে বিভিন্নভাবে নির্যাতন ও হত্যাচেষ্টা করেন। অমিও এ ঘটনার সঙ্গে জড়িত।

সংবাদ সারাদিন