শিল্পী ন্যান্সির বিবাহ বিচ্ছেদ

ন্যান্সির দ্বিতীয় বিয়ে ছিল এটি। ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন। জায়েদ এবং ন্যান্সির সংসারে নায়লা নামে এক কন্যা সন্তান রয়েছে।  

|| শিপন মীর, সারাবেলা প্রতিবেদক  ||

বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের বিষয়ে নিজেই জানিয়েছেন ন্যান্সি। বুধবার দুপুরে তার ভেরিফাইড ফেসবুকে পেজের এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ন্যান্সি বলেন, সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয় দের টিপ্পনি, সমাজের নোংরা কথা… ইত্যাদি ইত্যাদি ইত্যাদি | কিন্ত নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময় টাও সহজ হয়ে যায় |

তিনি আরও বলেন, আমার বেলায় তাই হয়েছে  ।  দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সাথে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়  ।  নতুন পথে যাত্রা শুরু করলাম  ।  তাই বলি, বিচ্ছেদ কখনো মধুরও হয় ।

ন্যান্সির দ্বিতীয় বিয়ে ছিল এটি। ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন। জায়েদ এবং ন্যান্সির সংসারে নায়লা নামে এক কন্যা সন্তান রয়েছে।

এর আগে ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন ন্যান্সি। সেই সংসারে রোদেলা নামে তাদের এক মেয়ে আছে।

 

 

সংবাদ সারাদিন