বড়পর্দায় তাসনুভা তিশা

‘ব্যাচ ২০০৩’ নামে একটি ওয়েব চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় নাম লেখালেন ছোটপর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বড়পর্দার অভিনেতা শিপন।

|| আনন্দ সারাবেলা প্রতিবেদক ||

‘ব্যাচ ২০০৩’ নামে একটি ওয়েব চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় নাম লেখালেন ছোটপর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বড়পর্দার অভিনেতা শিপন।

ছবিটি পরিচালনা ও চিত্রনাট্য করছেন পার্থ সরকার। ছবির গল্প লিখেছেন রাফায়েল আহসান। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সজল।

তাসনুভা তিশা বলেন, “এই সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করছি, যার নাম এশা। কোভিডের লকডাউনের পর যে তার স্কুলের বন্ধুদের সঙ্গে অনেকদিন পর দেখা করতে যায়। সেখানে যাবার পরই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে।”

ছবিটির পরিচালক বলছেন, “ব্যাচ ২০০৩” ছবির গল্প মূলত স্কুল জীবনের র‌্যাগিং, বুলিং নিয়ে। অল্প বয়সের এসব মানসিক অত্যাচার কি রকম প্রভাব ফেলতে পারে তা নিয়েই আমাদের এই সাইকোলজিকাল থ্রিলার। ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় চলচ্চিত্রটি পহেলা বৈশাখে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানান পরিচালক।

সংবাদ সারাদিন