বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন আমির খান

১৫ বছরের সংসারের ইতি টানতে চলেছেন মিস্টার বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান।

|| আনন্দ সারাবেলা ডেস্ক ||

১৫ বছরের সংসারের ইতি টানতে চলেছেন মিস্টার বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান। শনিবার সকালে আমির খান নিজেই বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ করেছেন।

এমন খবর নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। গত কয়েকদিন ধরেই এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল বলিউডে।  শেষ পর্যন্ত আমির নিজেই কিরণ রাওয়ের সঙ্গে বিবাব বিচ্ছেদ নিতে চলেছেন তিনি সেটা জানিয়েছেন।

এক বিবৃতিতে আমির-কিরণ জানিয়েছেন, ‘এই ১৫ বছর আমরা অনেক অভিজ্ঞতা, আনন্দ, হাসি ভাগাভাগি করেছি। আমাদের সম্পর্ক বিশ্বাস, শ্রদ্ধাবোধ ও ভালোবাসার মধ্য দিয়ে এতোদূর এগিয়েছে। এখন থেকে আমরা নতুন আরেক অধ্যায় শুরু করতে যাচ্ছি। যেখানে আমরা আর স্বামী-স্ত্রী থাকছি না। তবে আমাদের সন্তান আজাদকে লালনপালন ও পানি ফাউন্ডেশনসহ অন্যান্য কাজ আমরা এক সঙ্গেই করবো।’

‘লাগান’ সিনেমার শুটিংয়ের সময় প্রেম হয় এই জুটির। সে সময় আমির বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন রিনা দত্তের সঙ্গে।

১৬ বছরের সম্পর্ক ছেদ করে ২০০২ সালে প্রথম স্ত্রী রিনাকে ডিভোর্স দেন আমির। ২০০৫ সালে বিয়ে করেন কিরণ রাওকে। তাদের একটি সন্তান রয়েছে।

সংবাদ সারাদিন