বার্তা সারাবেলাঃ
জায়েদ সিদ্দিকী পরিচালিত “পূর্ণগ্রাসের কাল” চলচ্চিত্রটির ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে ওটিটি প্লাটফর্ম লাগভেলকিতে। তরুণদের মানসিক প্রেক্ষাপট, মৌলবাদের সাথে জড়িয়ে পড়ার অবান্তর ধারণাকে বাস্তব উপস্থাপনায় তুলে ধরেছে চলচ্চিত্রটি।
ছবিটির মূল ভূমিকায় একজন প্রগতিশীল লেখক ও চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন শিল্পকলা পদকপ্রাপ্ত প্রখ্যাত নামজাদা অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়।
নির্মাতা জায়েদ সিদ্দিকী জানান, শক্তিশালী ও নামজাদা অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় এই চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করেছেন। সংবেদনশীলতা এতটাই বাস্তব সম্মত যেনো এটি একটি পরিপূর্ণ বার্তা বহন করে মৌলবাদের বিরুদ্ধে। তরুণদের জন্য এই চলচ্চিত্রটি নিঃসন্দেহে অর্থবহ এবং মৌলিক প্রেক্ষাপটে নির্মিত।
জঙ্গিবাদের গোঁড়া মনস্তত্বকে ভণ্ডামির চ্যালেঞ্জছুঁড়ে দিয়ে এটি যে স্রেফ মনুষ্যত্বের জন্য হুমকি এই বিষয়টি তুলে ধরতে সম্পূর্ণ চেষ্টা করেছি।
“পূর্ণগ্রাসের কাল” এখন পর্যন্ত ৬টি দেশে ১৫ টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং পিস চলচ্চিত্র উৎসব ২০১৯ এ জুরি পুরস্কার সহ মোট ৩ টি পুরস্কার অর্জন করেছে। এছাড়া ছবিটি কানাডার উনিপিগ শহরে উনিপিগ রোটারি ক্লাব ও কনফ্লিক্ত এন্ড রেসিলিয়ান্স রিসার্চ ইন্সিটিউট কানাডার যৌথ উদ্যোগে রোটারি পিস ইভেন্ট ২০২০ এ প্রদর্শিত হয় এই সেপ্টেম্বর এ।
নির্মাতা জায়েদ সিদ্দিকী
জায়েদ সিদ্দিকী একজন তরুণ প্রতিভাবান বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম ও টেলিভিশন নিয়ে স্নাতকোত্তর করা এই নির্মাতার চলচ্চিত্রে পদার্পণের সময় কেটেছে প্রায় এক দশক। স্বাধীন চলচ্চিত্র নির্মাতা জায়েদের বিভিন্ন প্রামাণ্যচিত্র ও অন্যান্য ফিকশন চলচ্চিত্র ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছে নানান দেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে।
এর মধ্যে সিউল আন্তর্জাতিক তরুন চলচ্চিত্র উৎসব, কোলকাতা, ঢাকা, শিলিগুড়ি, দিল্লি, কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দক্ষিন এশিয়ান চলচ্চিত্র উৎসব টরেন্টো, রোমানিয়ার ১২ মান্থস ফিল্ম ফেস্টিভাল, সালামিনডানাও এশিয়ান চলচ্চিত্র উৎসব, লিফ অফ গ্লোবাল ফিল্ম ফেস্টিভাল ইউকে, রিঙ্গারাইক চলচ্চিত্র উৎসব নরও্বা, আঙ্কারা হাকিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বাংলাদেশ শিল্পকলা একাডেমী চলচ্চিত্র উৎসব, আন্তর্জাতিক স্বল্প ও মুক্ত দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব বাংলাদেশ প্রভৃতি উল্লেখ্যযোগ্য।
নির্মাতা জায়েদ সিদ্দিকীর অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ডিস্যাপেয়ারিং আর্টিসানস, কালারকাইট,লাইভস বিহাইন্ড গার্বেজ এবং হাসান আজিজুল হকের গল্পনিয়ে নির্মাণাধীন সাইলেন্স অভ দ্যা ওয়ার্ডস ইত্যাদি।
চলচ্চিত্রটির ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে দেশের প্রথম পে পার মুভি ওটিটি প্লাটফর্ম লাগভেলকিতে ০১ অক্টোবর সন্ধ্যা ৭ টায় । www.lagvelki.com এ ভিজিট করে যে কেউ দেখতে পারবেন ১০০ টাকা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে।
মুভি ট্রেইলারঃ