আনন্দ সারাবেলা ডেস্কঃ
লকডাউনের মধ্য দিয়ে টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক মা হয়েছেন । মঙ্গলবার ৫ মে সকালে কলকাতার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল।
লকডাউনের জেরে সমস্ত কিছু থমকে গিয়েছে।কলকাতার মিডিয়াপাড়ায় আনন্দের কোন ছেটাফোটা নেই।করোনায় সংকটজনক অবস্থায় প্রায় সবারই অল্প বিস্তর মন ভার।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়েছে কোয়েলের ও তার পুত্র সন্তানের । ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে কোয়েলের পাশে শুয়ে রয়েছে ফুটফুটে সদ্যজাত। আর পাশে দাঁড়িয়ে প্রযোজক স্বামী নিশপাল।
অবশ্য মা হওয়ার খবর কোয়েল নিজেই প্রকাশ করেছিলেন, স্বামির সাথে একটি ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, নতুন জীবনের হৃদস্পন্দন শুনছি আমার ভিতর। গ্রীষ্মে আসছে আমাদের সন্তান।
খবরটি মুহুর্তে ছড়িয়ে পড়লে খুশিতে ভরপুর পুরো কলকাতা। তাই এই কঠিন সময় কোয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রীসহ আরও অনেকে।
সসা/এসএম