রণবীর-আলিয়া একসাথে গৃহবন্দী!

আনন্দ সারবেলা ডেস্কঃ
করোনা ভাইরাসের কারনে সারাবিশ্ব যখন লকডাউন পরিস্থিতিতে, তখন রনবীর ও আলিয়া এত দিন কি আর একে অপরকে ছেড়ে দূরে থাকা যায়? প্রেমিক-প্রেমিকাদের জন্য বিরহ যন্ত্রণাও তো কম নয়। তাই কি রণবীর কাপূর-আলিয়া ভাট একসঙ্গে গৃহবন্দি? সম্প্রতি একটি ভিডিয়োয় দেখা গিয়েছে রণবীর ও আলিয়া একসঙ্গেই জিমের পোশাকে এক বহুতলের নীচে ঘোরাঘুরি করছেন। তাঁদের সঙ্গী রণবীরের পোষ্য লিয়োনেল।
প্রসঙ্গত, ক’দিন আগেই বাড়িতে বসে নিজের ফোটোগ্রাফির প্রতিভা জাহির করতে আলিয়া নিজের পোষ্য এডওয়ার্ড ও রণবীরের দুই পোষ্য লিয়োনেল ও নিডোর ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়ো ও ছবি দেখেই অনেকে মনে করছেন এই লাভবার্ডস হয়তো একসঙ্গেই সময় কাটাচ্ছেন।
এ-ও শোনা যাচ্ছে, লকডাউন ঘোষণার রাতেই ব্যাগ গুছিয়ে কপূর বাড়িতে এসে উঠেছেন আলিয়া ভাট। ইতিমধ্যে বাবাকে মিস করার ছবিও আলিয়া পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রামে। আর ক’টা দিন গেলেই হয়তো স্পষ্ট হবে তাঁরা থাকছেন কোথায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন