চলে গেলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বাবা

আনন্দ সারাবেলা ডেস্কঃ

করোনার লকডাউনের মাঝেই চলে গেলেন বলিউড ও টালিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বাবা বসন্ত কুমার চক্রবর্তী। বাবার মৃত্যুর খবর পেয়েও লকডাউনে বেঙ্গালুরুতে আটকে রয়েছেন মিঠুন চক্রবর্তী।

ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা২৪ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তথ্য নিশ্চিত করেছে ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।  

একটি শুটিংয়ের জন্য বেঙ্গালুরুতে গিয়েছিলেন মিঠুন।এরপরই শুরু হয় ২১ দিনের লকডাউন যার মেয়াদ পরে আরও বাড়ানো হয়। লকডাউন চলায় শেষকৃত্যে যোগদান করতে সক্ষম নাও হতে পারেন মিঠুন চক্রবর্তী।

বাবার সৎকারে অংশ নিতে না পারলেও মুম্বাইয়ে থাকা ছেলে মিমো তার দাদার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করবেন।

বসন্ত কুমার ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন ।মা শান্তিময়ী ছিলেন গৃহিনী। চার সন্তানের মধ্যে মিঠুন সবার বড়। মিঠুন ছাড়া আরও তিন মেয়ে রয়েছে বসন্ত কুমার চক্রবর্তীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন